বৃহস্পতিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে কয়লা কোম্পানির ভবনে আগুনে নিহত অন্তত ২৬

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   177 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চীনে কয়লা কোম্পানির ভবনে আগুনে নিহত অন্তত ২৬

চীনের শানজি প্রদেশের লুলিয়াং সিটিতে অবস্থিত ইয়ুংজু কয়লা কোম্পানির ভবনে আগুন লেগে ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৮ জন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সকালে চারতলা ওই ভবনে আগুন লাগে। ওই সময় পাশের ভবন দিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। যার মধ্যে ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

যুক্তরাষ্ট্রে সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং শিল্পখাতে যেসব ‘সুপ্ত ঝুঁকি’ রয়েছে সেগুলো তদন্তের নির্দেশ দিয়েছেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ভবনের আগুন এখন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।

চীনা সামাজিক যোগাযোগামাধ্যম উইবোতে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা গেছে, ওই ভবন থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছিল।

চীনের যে প্রদেশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে দেশটি সবচেয়ে বেশি কয়লা উৎপাদন করে থাকে।

পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চীনে শিল্প প্রতিষ্ঠান, হাসাপাতালসহ বিভিন্ন জায়গায় প্রায়ই অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা দেখা যায়।

গত এপ্রিলে রাজধানী বেইজিংয়ে একটি হাসপাতালে আগুন লেগে ২৯ জনের মৃত্যু হয়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষ ব্যাপক ক্ষুব্ধ হয়েছিলেন। কারণ নিহতদের পরিবারের সদস্যদের প্রথমে এ ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি।

এছাড়া গত অক্টোবরে ইয়ুনচুয়ান প্রদেশে একটি বার্বিকিউ রেস্টুরেন্টে বিস্ফোরণে ৩১ জন নিহত হন।

Facebook Comments Box

Posted ১২:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com