রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘বয়স্ক যৌনকর্মীদের ভাতার আওতায় আনা হবে’

বাংলাদেশ ডেস্ক   |   মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   107 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘বয়স্ক যৌনকর্মীদের ভাতার আওতায় আনা হবে’

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, বয়স্ক যৌনকর্মীদের ভাতার আওতায় নিয়ে আসতে কাজ করবে মানবাধিকার কমিশন। মঙ্গলবার কমিশনের সভাকক্ষে নারীপক্ষের সঙ্গে যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

যৌনকর্মীদের অধিকার সুরক্ষার ক্ষেত্রে সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন কামাল উদ্দিন। তিনি বলেন, যৌনকর্মীদের সমাজের মূল স্রোতধারায় আনতে কারিগরি প্রশিক্ষণের জন্য সরকারের কাছে কমিশন সুপারিশ করবে। তাদের জাতীয় পরিচয়পত্র প্রাপ্তিতেও কাজ হবে।

সভায় নারীপক্ষের প্রতিনিধিরা যৌনকর্মীদের জন্য রাষ্ট্রীয় সুবিধাদির সুযোগ তৈরির ক্ষেত্র প্রসারিত করার সুপারিশ তুলে ধরেন। তা ছাড়া সরকারি বয়স্ক ভাতা প্রাপ্তিতে নীতিমালা সংশোধন করা, প্রান্তিক নারীদের বয়সসীমা কমানোর উদ্যোগ নেওয়া এবং যৌনকর্মীর শিশুদের জন্মনিবন্ধন শুধু মায়ের নামে করার ব্যবস্থা করার সুপারিশও তুলে ধরেন তারা।

সভায় উপস্থিত ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা এবং অবৈতনিক সদস্য ড. তানিয়া হক, নারীপক্ষের সভানেত্রী ডা. তাসনিম আজিম, সদস্য মাহবুবা মাহমুদ, সদস্য সামিয়া আফরিনসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা।

Facebook Comments Box

Posted ৩:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com