
সারাদেশ ডেস্ক | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 107 বার পঠিত | পড়ুন মিনিটে
নওগাঁয় কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত এক নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে। সোমবার দুপুরে কারা ফটকে ওই নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক গোলাম মওলা। জেরা সমাজসেবা অধিদপ্তর থেকে এ উপহার দেওয়া হয়।
জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, কারাগারে থাকা দণ্ডপ্রাপ্ত ও সাধারণ হাজতিদের অপরাধ সংশোধনে কারাগারে হস্তশিল্প প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। মুক্তি লাভের পর আসামিদের কর্মসংস্থানের জন্য এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় জেলা কারাগারের সুপার ফারুক আহম্মেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ, জেলার এনায়েত উল্যাহ, বেসরকারি কারা পরিদর্শক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, বেসরকারি কারা পরিদর্শক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অর রশিদ, নওগাঁ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার আশিষ কুমার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক লোকমান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ১২:৩৫ অপরাহ্ণ | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
nykagoj.com | Stuff Reporter