
মনোয়ারুল ইসলাম | রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 265 বার পঠিত | পড়ুন মিনিটে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ উড়িয়ে দিলেন। তিনি বলেন, উনিই আমার জন্য কাজ করেন। ড. সিদ্দিককে আমিই প্রেসিডেন্ট বানিয়েছি। ওয়াশিংটনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা সভায় তিনিই সভাপতিত্ব করবেন। গতকাল শনিবার ২৯ এপ্রিল ভারজেনিয়ার রিটজ কার্লটন হোটেলে ড.প্রদীপ রঞ্জন কর, ডা. মাসুদুল হাসান,মোহাম্ম্দ আলী সিদ্দিকী,মোহাম্মদ মাইনউদ্দিন ও হিন্দোল কাদির বাপ্পার নেতৃত্বে আওয়ামী লীগের একটি গ্রুপ শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে ড.সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রী ড. আব্দুল মোমেনও উপস্থিত ছিলেন। তারা ওয়াশিংটনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা সভায় ড. সিদ্দিকের সভাপতিত্ব করার ব্যাপারে আপত্তি জানান। তাদের অভিযোগ শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখিত মন্তব্য করেন।
এ বৈঠকের আগে ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল সকাল ৮টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন। প্রধানমন্ত্রী দলের ও সংবর্ধনা সভার খোঁজখবর নেন। তিনি ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের নেতাদের নিয়ে সংবর্ধণা সভা অনুষ্ঠানের পরামর্শ দেন এই প্রতিনিধি দলকে। সিদ্দিকুর রহমান প্রধানমন্ত্রীর কাছে এই সংবর্ধনা সভাকে ‘জয় বাংলা’ সভা হিসেবে আখ্যায়িত করেন। এ দলে আরও ছিলেন নিজাম চৌধুরী, আব্দুস সামাদ আজাদ,আইরিন পারভিন,হাজি এনাম ও মিসেস সিদ্দিক।
এ বৈঠকের ব্যাপারে ড. সিদ্দিকের সাথে যোগাযোগ করলে তিনি নিউইয়র্ক কাগজকে বলেন, সাংগঠনিক ও দেশের রাজনীতি নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি মনোযোগ দিয়ে কথা শুনেছেন। সংবর্ধনা সভার ব্যাপারে কিছু দিক নির্দেশনা দিয়েছেন।তার নির্দেশনা অনুসারে আমরা কাজ করবো। অন্যান্য বিষয় নিয়ে আমি কোন মন্তব্য এখন করবো না।
অন্য গ্রুপের নেতৃত্বদানকারি অন্যতম নেতা ডা. মাসুদুল হাসানের সাথে যোগাযোগ করলে তিনি পরে টেলিফোন করতে অনুরোধ করেন।
Posted ৪:৩২ অপরাহ্ণ | রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
nykagoj.com | Monwarul Islam