মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রবীন রাজনীতিক পংকজ ভট্রাচার্যের মৃত্যুতে নিউইয়র্কে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   284 বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রবীন রাজনীতিক পংকজ ভট্রাচার্যের মৃত্যুতে নিউইয়র্কে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

ঐক্য ন্যাপের সভাপতি ও প্রবীন প্রগতিশীল রাজনীতিক পংকজ ভট্রাচার্যের মৃত্যুতে নাগরিক শোকসভায় বক্তারা বলেছেন, জাতি আত্মত্যাগী একজন রাজনৈতিক নেতাকে হারালো। পংকজ ভট্রাচার্য আদর্শিক রাজনীতি করতেন। ক্ষমতার ভাগবাটোয়ারার রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। সারাটা জীবন লড়াই করেছেন জনগনের মুক্তির জন্য। ক্ষমতা দেখার জন্য নয়। বাংলাদেশে বাটি চালান দিয়েও পংকজ ভট্রাচার্যের মতো বিশুদ্ধ রাজনীতিক আর পাওয়া যাবে না। তিনি ছিলেন নির্লভ রাজনীতির জীবন্ত প্রতীক। শনিবার ২৯ এপ্রিল নিউইয়র্কের জ্যাকসন হ্ইাটস্থ জুইস সেন্টারে নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় বক্তারা এ কথা বলেন। পংকজ ভট্রাচার্যের রাজনৈতিক সহকর্মি অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। তা পরিচালনার দায়িত্বে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন বাচ্চু।

পংকজ ভট্রাচার্যের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধকালীন সময়ে সংগঠকের ভূমিকা ও দেশের বাম রাজনতিতে তার অবদানের কথা বক্তারা তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক মনজুর আহমদ, খোরশেদ ইসলাম,ড. নজরুল ইসলাম, লেখক সুব্রত বিশ্বাস, এডভোকেট শেখ আখতারুল ইসলাম,রুহেল চৌধুরী,ওবায়দুল্লাহ মামুন,সাংবাদিক সাগর লোহানী, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, মনিকা রায় চৌধুরী,শরাফ সরকার,প্রথম আলো সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, নিউইয়র্ক কাগজের কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম, সুব্রত তালুকদার, সাংবাদিক আদিত্য শাহিন,  এডভোকেট নাসির উদ্দীন,সাংবাদিক মাহবুবুর রহমান,রতন কর্মকার, মিথুন আহমেদ, টাইম টিভি’র সিইও আবু তাহের ও আব্দুল্লাহ চৌধুরী। পংকজ ভট্রাচার্যের জীবনী তুলে ধরেন উদিচীর সম্পাদক আলীম উদ্দীন। এর আগে ‘এ আগুনের পরশমনি ছোয়াও প্রানে’ গানটির সমবেত সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

Facebook Comments Box

Posted ৩:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com