মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

২ মে ভারজেনিয়ার রিজ কার্লটন হোটেলে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৯ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   256 বার পঠিত   |   পড়ুন মিনিটে

২ মে ভারজেনিয়ার রিজ কার্লটন হোটেলে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ এপ্রিল শুক্রবার বিশ্বব্যাংকের আমন্ত্রনে ওয়াশিংটন ডিসিতে এসেছেন। ১ মে বিশ্বব্যাংক বাংলাদেশের সাথে সম্পর্কের ৫০ বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত অতিথি হিসেব বক্তব্য রাখবেন। ২ মে ভারজেনিয়ার রিজ কার্লটন হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামীগের উদ্যোগে তাকে সংবর্ধনা দেয়া হবে।

এদিকে গত মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ আয়োজিত প্রস্তুতি সভায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেছেন, চারবারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের যুক্তরাষ্ট্র সফরে আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাঁর পরিকল্পনা ও কর্মপন্থা তুলে ধরবেন। বিশ্ববাসীর সামনে বাংলাদেশের উন্নয়নের গল্প শুনাবেন।

তাই ওয়াশংটনে তাঁর ভাষণ শুধুমাত্র বাংলাদেশীদের জন্য নয়, সারা বিশ্ববাসীর জন্য তাৎপর্যপূর্ণ। কারণ বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদের পরিচালনায় প্রস্তুতি সভায় সভাপতির ভাষণে সিদ্দিকুর রহমান আরও বলেন, বিশ্ব ব্যাংকের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এ সফর বাংলাদেশকে গৌরবান্বিত করবে। তিনি বলেন, বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরেন সারা বিশ্বের কাছে। যে বিশ্ব ব্যাংক এক সময় মুখ ফিরিয়ে নিয়েছিল আজ তারা তাদের ভুল বুঝতে পেরেছে। আর তাই বিশ্ব ব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের অংশীদারিত্বের পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে তারা । এতে গোটা দেশ গর্ব অনুভব করছে বলে উল্লেখ করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
ড. সিদ্দিকুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন, আর তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব দরবারে আত্ম মর্যাদাশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। তাই আমাদের দায়িত্ব, আমাদের এই সফল প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা। তিনি ওয়াশিংটনে থাকাকালীণ প্রতিটি কর্মসূচিকে সর্বাত্মক সফল করার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রত্যেক নেতাকর্মীর প্রতি আহবান জানান।
ড. সিদ্দিকুর রহমান বলেন, ২৮ তারিখে ওয়াশিংটনের ডুলাস এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ১মে বিশ্ব ব্যাংকের সামনে জয় বাংলা সমাবেশ ও ২মে ভার্জিনিয়ার রিজ কার্লটন ম্যাকলিন হোটেলে নাগরিক সংবর্ধনায় গোটা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীরা অংশ নেবেন। তিনি বলেন, প্রতিটি সমাবেশ হবে সর্বোচ্চ শো ডাউন। বিশেষ করে নাগরিক সংবর্ধনা হবে স্মরণকালের সেরা শো-ডাউন।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী ওয়াশিংটন থাকাকালীণ বিরোধীদের যে কোন বিশৃংখলার বিরুদ্ধে হুঁশিয়ারী উচ্চারণ করেন। তিনি বলেন, যে কোন অপতৎপরতার বিরুদ্ধে আমরা যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ব্যবস্থা নেব।
এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন, ড. সিদ্দিকুর রহমান আমাদের নেতা। তাঁর নেতৃত্বে আমরা প্রতিটি কর্মসূচি সফল করব। কোন ধরণের অপপ্রচারে কান দেবেন না।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাজি এনাম দুলাল মিয়া, প্রবাসী কল্যাণ সম্পাদক মো: সোলায়মান আলী, যুব কল্যাণ বিষয়ক সম্পাদক ড. মাহবুবুর রহমান,কার্যকরী সদস্য শাহানা রহমান, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ শাহনাজসহ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা।

Facebook Comments Box

Posted ১২:৩৭ অপরাহ্ণ | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com