
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 396 বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে আগমনের প্রতিবাদে শুক্রবার ২৮ এপ্রিল নিউইয়র্কে স্টেট বিএনপি প্রতিবাদ সমাবেশ করেছে। ওয়াশিংটনে শেখ হাসিনার পর্দাপনের কয়েক ঘন্টার মধ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা বাংলাদেশে গনতন্ত্র হত্যাকারি ও অবৈধ প্রধানমন্ত্রী। ভোটারবিহীন নির্বাচনে গঠিত সরকারের প্রধানমন্ত্রীকে প্রবাসী বাংলাদেশিরা প্রত্যাখান করছে। একই সাথে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেন তারা। শুক্রবার সন্ধায় বৃষ্টিতে ভিজে প্রায় অর্ধশতাধিক বিএনপির নেতা ও কর্মি এ বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।
নিউইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান। পরিচালনা করেন স্টেট বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান সাইদ ও যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ। বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক গোলাম ফারুক শাহিন, স্টেট বিএনপির সিনিয়র জয়েন্ট কনভেনর আনোয়ার হোসেন, জয়েন্ট কনভেনর আমিনুল ইসলাম, জয়েন্ট কনভেনর নাসিম আহমেদ, জয়েন্ট কনভেনর বদরুল হক আজাদ, জয়েন্ট কনভেনর দেওয়ান কায়সার, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, ওয়াহিদ মন্ডল, মাহবুবুর রহমান মুকুল,জিয়াউর রহমান মিলন,আব্দুল কাইয়ুম,রইস উদ্দীন,স্টেট শ্রমিক দলের নেতা হুমায়ুন কবির, সাইফুর রহমান.মাইনুল করিম টিপু ও মোস্তাক আহমেদ।
Posted ৩:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
nykagoj.com | Monwarul Islam