মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আলমগীর খান আলমের বাংলা বর্ষবরণঃপান্তাভাত ও ভাজা ইলিশ দিয়ে আপ্যায়িত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   327 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আলমগীর খান আলমের বাংলা বর্ষবরণঃপান্তাভাত ও ভাজা ইলিশ দিয়ে আপ্যায়িত

 

কুইন্স প্যালেসে আলমগীর খান আলমের বাংলা বর্ষবরণ অনুষ্ঠান ছিল যেন একখন্ড বাংলাদেশ। চিরাচরিত মঞ্চ সাজানো হয় অনুষ্ঠানের বিষয়ভিত্তিকে কেন্দ্র করেই। আলমও সে আদলে মঞ্চটি সাজিয়েছিলেন। কিন্তু ব্যতিক্রম লেগেছে কুইন্স প্যালেসের পুরো হলটি তিনি সাজিয়েছেন বৈশাখ ও বর্ষবরণের আদলে। হল রুমে ঢুকতেই মনে হবে বাঙ্গালীপনার ছোঁয়া লেগেছে তাতে। প্রবেশ করে ডানদিকে তাকালেই দেখা গেলো আলম নিজ হাতে অতিথিদের পান্তাভাত ও ভাজা ইলিশ দিয়ে আপ্যায়িত করছেন। ম্যানুতে রয়েছে আলু ভর্তাও। সবাই লাইন ধরে বাঙ্গালীর চির চেনা খাবার নিচ্ছেন হাত বাড়িয়ে। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ছিলেন আশা হোম কেয়ারের আকাশ রহমান। উল্লেখযোগ্য পরিমান স্পন্সরের নাম ডিজিটাল পর্দায় ভেসে উঠছিল। কিন্তু ২ জন সাংবাদিকের নামও ভেসে আসছিল গ্রান্ড স্পন্সর হিসেবে। তারা হলেন আকবর হায়দার কিরন ও আবিদ রহমান। জিজ্ঞেস করার আগেই কিরন প্রতিবেদককে বলেন, আলম ভাইয়ের সাথে থাকলাম আর কি। গত ২৩ এপ্রিল রোববার কুইন্স প্যালেসে আলমগীর খান আলমের উদ্যোগে  বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানটি বিকেল ৬টায় শুরু হলেও চলে গভীর রাত পর্যন্ত। প্রবাসের জনপ্রিয় শিল্পী চন্দন চৌধুরী, শাহ মাহবুব ও রুখসানা মির্জার সঙ্গীত দর্শকদের দীর্ঘ সময় ধরে রাখতে সাহায্য করেছে। বিপার শিল্পীদের পারফরমেন্স প্রসংশা কুড়িয়েছে অতিথিদের। হল ভর্তি বৈশাখী অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসির আলী খান পল, জাতীয় পার্টির আব্দুর রহমান, লায়ন আহসান হাবিব, হাসান জিলানী,সেলিম ইব্রাহিম,জাহাঙ্গীর আলম জয়,আকাশ রহমান, মিজানুর রহমান শেফাজ, আব্দুর রশীদ বাবু,এশা রহমান,শাহিদা শিকদার হাই, এম এন হায়দার মুকুট, শেখ সিরাজ ও নাজমুল আহসান।

Facebook Comments Box

Posted ১:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com