মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
ভারজেনিয়ার ঈদের জামাতের ঘটনা

মানসিকভাবে অসুস্থ বাংলাদেশি এক নারী জড়িত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   426 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানসিকভাবে অসুস্থ বাংলাদেশি এক নারী জড়িত

 

ভারজেনিয়ার এডামস মসজিদে ঈদের নামাজ চলাকালে অনাংখিত ঘটনায় জড়িত ছিলেন মানসিকভাবে অসুস্থ এক বাংলাদেশি মুসলিম নারী। ২১ এপ্রিল শুক্রবার ঈদুল ফিতরের নামাজ চলাকালে মসজিদের ভেতর ঢুকে তিনি চিৎকার করছিলেন। এতে ইবাদত ও নামাজের শান্তিপূর্ন পরিবেশ বিঘ্নিত হয়। মসজিদের সিকিউরিটি ও কাউন্টি পুলিশ দ্রুত তাকে বের করে নিয়ে যায়।
এ ঘটনার পরপরই তা ভিডিও আকারে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পোষ্টে দাবি করা হয়, সংশ্লিষ্ঠ মহিলা হিন্দু ধর্মাম্বলী। এতে লাখো লাখো মানুষ কমেন্ট করা শুরু করেন। তা ভাইরাল হয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের বিখ্যাত মিডিয়া তা প্রচার করে। এর ২ দিন পর ২৩ এপ্রিল “ওপিইন্ডিয়া” নামক একটি ওয়েবপোর্টাল পরিবেশিত সংবাদে বলা হয়, মানসিকভাবে অসুস্থ মুসলিম এক মহিলা এডামস মসজিদে ঈদের নামাজে বিশৃংখলার সৃষ্টি করেছিল। কিন্তু সোশাল মিডিয়ায় এ জন্য হিন্দুদের দায়ি করা হচ্ছে।

নিউ ইয়র্ক কাগজ এ ব্যাপারে ভারজেনিয়ার স্টারলিংস্থ এডামস সেন্টারের (এডামস মসজিদ) সাথে যোগাযোগ করে। নাম না প্রকাশের শর্তে একজন কর্মকর্তা এ প্রতিনিধিকে বলেন, সংশ্লিষ্ঠ নারী মানসিকভাবে অসুস্থ। প্রবাসী বাংলাদেশি মুসলিম। শিক্ষিত পরিবারের সদস্যা। সরকারি চাকুরী করেন। স্বামী ও সন্তান রয়েছ। কিছুদিন ধরেই তিনি অসংলগ্ন আচরন করছেন। পুলিশ সেদিন ধরে নিয়ে গেলেও সাথে সাথে তাকে ছেড়ে দেয়। মসজিদের কর্মকর্তা বলেন, পুরো ঘটনায় এডামস সেন্টারের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট প্রকাশ করা হয়েছে। এটাই আমাদের অফিসিয়াল বক্তব্য। এতে বলা হয়, ২১ এপ্রিল মসজিদের ঘটনায় স্থানীয় মুসলিম কমিউনিটির মানসিকভাবে অসুস্থ একজন জড়িত। তার পরিবারের পক্ষ থেকে এ অনাকাংখিত ঘটনায় ক্ষমা করার জন্য অনুরোধ করেছেন। একই সাথে সোশাল মিডিয়ায় পোষ্ট করা ভিডিওটি সরিয়ে নেয়ার আহবান জানিয়েছে তাদের পরিবার। মসজিদ কর্তৃপক্ষ থেকে বলা হয়, অনুমান নির্ভর হয়ে কিছু করা উচিত নয়। মনে রাখতে হবে মানসিক সমস্যা অত্যন্ত জটিল একটি বিষয়। এর জন্য প্রয়োজন অধিক যত্ন ও সর্তকতামূলক এটেনশন। এডামস সেন্টার কমিউনিটির কল্যান, সৌহার্দ ও সম্প্রীতি বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। কমিউনিটি বির্নিমানে সকলের সহযোগিতা প্রয়োজন। মসজিদের সদস্যদের একে অপরের প্রতি সন্মানজনক পরিবেশ তৈরি ও নিরাপদ ব্যবস্থা গড়ে তোলায় আমরা কাজ করে যাচ্ছি।

Facebook Comments Box

Posted ৩:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com