মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

 নিউ ইয়র্কে  সড়ক দুর্ঘটনায়  জুয়েল রানার  মৃত্যু

 বাংলা প্রেস    |   রবিবার, ২৩ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   336 বার পঠিত   |   পড়ুন মিনিটে

 নিউ ইয়র্কে  সড়ক দুর্ঘটনায়  জুয়েল রানার  মৃত্যু

 

ঈদের আগের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী জুয়েল রানার। তিনি বৃহস্পতিবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকাল সোয়া ৫টার দিকে নিউ ইয়র্কে বাসের ধাক্কায় নিহত হয়েছেন। কুইন্স বুলোভার্ড ও জ্যাকসন এভিনিউতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা (৪৪) একটি দোকানে কাজ করার পাশাপাশি ডেলিভারি ম্যানের কাজ করতেন।
নিউ ইউর্ক পুলিশ জানায়, রানা তার নিজের ভুলে দুর্ঘটনায় মারা গেছেন। পণ্য ডেলিভারি দেওয়ার জন্য রানা লং আইল্যান্ড সিটির জ্যাকসন এভিনিউ দিয়ে ইলেক্ট্রিক স্কুটার চালিয়ে যাচ্ছিলেন। ওই সময় ইন্টারসেকশনে কুইন্স বুলেভার্ডগামী একটি স্কুলবাস তার স্কুটারকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়েন রানা। তার স্কুটারটি বাসের চাকার নিচে চলে যায়। রানাকে নিউ ইয়র্ক-প্রেসবাইটেরিয়েনওয়েল কর্নেল মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘনিষ্ঠজনরা তদন্তের দাবি জানিয়েছেন। তারা মামলা করারও উদ্যোগ নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ‘মুন্সীগঞ্জ-বিক্রমপুর’ সমিতির সাবেক সভাপতি মো. শাহাদৎ হোসেন জানান, রানার বাড়ি মুন্সীগঞ্জ জেলা সদরের বাংলা বাজার এলাকায়। তার বাবার নাম জজ মিয়া।
স্ত্রী, দুই ছেলে-মেয়ে এবং বাবা-মা-ভাই-বোনদের দেশে রেখে সাত মাস আগে যুক্তরাষ্ট্রের এসেছিলেন রানা। দালালের মাধ্যমে আসতে তার ১৫ লাখ টাকা খরচ হয়েছিল। দেশে ঢাকার গুলিস্তান এলাকার একটি মোবাইল মেরামত-দোকানে মেকানিকের কাজ করতেন রানা। মো. শাহাদৎ হোসেন জানিয়েছেন, বাসচালকের বিরুদ্ধে মামলা করার জন্যে একজন দুর্ঘটনা সংশ্লিষ্ট আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৪৫ অপরাহ্ণ | রবিবার, ২৩ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com