মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বছরে ১০ হাজার বাংলাদেশীর সিটিজেনশীপ লাভঃ সিদ্দিকুর মান্না রাজনৈতিক এসাইলাম পেলেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২২ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   312 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বছরে ১০ হাজার বাংলাদেশীর সিটিজেনশীপ লাভঃ সিদ্দিকুর মান্না রাজনৈতিক এসাইলাম পেলেন

 

ইমিগ্রেশনে গতি ফিরে এসেছে। ইউনাইটেড স্টেটস সিটিজেনশীপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) প্রত্যেকটি প্রসেসিং সেন্টারে জনবল বৃদ্ধি করেছে। ২০২৩ সালে দ্রুত সময়ে নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করতে বাইডেন প্রশাসন জারি করেছে নির্দেশনা । পর্যবেক্ষক মহল বলছেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট বাইডেন এ নির্দেশনা দিয়েছেন। সিটিজেনশীপ প্রাপ্তিতে অনেক শর্তাদি সহজ ও শিথিল করা হয়েছে। ন্যাচারালাইজেশনের আবেদনের ৪ মাসের মধ্যে অনেকেই সিটিজেনশীপের ইন্টারভিউ এর জন্য ডাক পাচ্ছেন। ২০২১ সালে করোনাকালীন সময়েও ১০ হাজার ১ শত বাংলাদেশি নাগরিকত্ব পেয়েছেন। গ্রীন কার্ড পেয়েছেন ৭ হাজার ৩ শত জন। ২০২০ সালে নাগরিকত্ব পেয়েছিলেন ৭ হাজার বাংলাদেশি। ২০২২ সালে তা দাঁড়ায় ১১ হাজারে। আবেদনের ট্রেন্ড অনুসারে এ সংখ্যা ২০২৩ সালে ১২ হাজার ছাড়িয়ে যেতে পারে। পিউ রিসার্স সেন্টারের তথ্যানুসারে ২০২২ সালে গোটা যুক্তরাষ্ট্রে ৯ লাখ ইমিগ্র্যান্ট নাগরিকত্ব পেয়েছেন। যা সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে বেশি। ইউএসসিআইএস এর তথ্যানুসারে ২০২২ সালে গ্রীন কার্ড পেয়েছেন ৯ হাজার বাংলাদেশি ।
এদিকে সম্প্রতি প্রচুর বাংলাদেশির রাজনৈতিক আশ্রয় প্রার্থনার আবেদন মনজুর হয়েছে। তবে তার অধিকাংশই হয়েছে  ইমিগ্রেশন কোর্টে। পূরনো কেসগুলো দ্রুত গতিতে নিষ্পন্ন করার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাইডেন প্রশাসন। নিউইয়র্ক স্টেটেই ২০২৩ সালের প্রথম ৩ মাসে দেড় হাজার এসাইলাম আবেদন মনজুর হয়েছে। বাংলাদেশি একজন ইমিগ্রেশন ল’ ইয়ার প্রতিবেদককে বলেন, কোর্টে প্রত্যেকদিনই বাংলাদেশিদের আবেদন মনজুর হচ্ছে। প্রতিদিনই কোর্ট থেকে বাংলাদেশিরা হাসিমুখে বের হয়ে আসছেন। তার মতে গত ৩ মাসে প্রায় অর্ধ শতাধিক বাংলাদেশির এসাইলাম আবেদন মনজুর হয়েছে। গত ২০ এপ্রিল বৃহস্পতিবার এসাইলাম মনজুর হয়েছে সিদ্দিকুর রহমান মান্নার। সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার এপিএস ছিলেন মান্না। এর আগে সাংবাদিকতার সাথে ছিলেন জড়িত।রাজনৈতিক আশ্রয় প্রার্থনার ৯ বছর পর আদালতে তা গৃহিত হলো ।

এদিকে গ্রীন কার্ড আবেদনের সাথে মেডিকেল ফরম জমাদানের ৬০ দিনের বাধ্যবাদকতা শিথীল করেছে। আগে ৬০ দিনের মধ্যে ডাক্তারের স্বাক্ষর সম্বলিত আই-৬৯৩ ফরম জমা না দিলে আবেদন বাতিল হয়ে যেত। ইউএসসিআইএস এ নিয়ম শীথিল করেছে।

Facebook Comments Box

Posted ১২:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ২২ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com