বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের পুর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষিত হয়েছে ২০ এপ্রিল বৃহস্পতিবার।২৫১ সদস্যের বিশিষ্ঠ কমিটির মধ্যে ২১৫ জনের নাম অনুমোদন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামআলমগীর।
২৫১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে যুক্তরাস্ট্র থেকে যুগ্ম সম্পাদক পদ মর্যাদায় মাকসুদুল হক চৌধুরীকে আন্তর্জাতিক বিষয়কসম্পাদক, সাইফুর খান হারুন ও মো খোরশেদ আলমকে সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং নুর আলমকে কেন্দ্রীয় সদস্য নির্বাচিত করা হয়েছে ।
মাকসুদুল হক চৌধুরী সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সদ্য বিলুপ্ত যুক্তরাস্ট্র সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক ছিলেন। উল্লেখিত ৪ নেতা নিউইয়র্ক সিটিতে বসবাস করেন।
জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের নবনির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানী , সাধারন সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি । আমার রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে জননেতা মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন সবসময় অনুপ্রেরণা ও সাহস যুগিয়ে থাকেন। তার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।