মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

লং আইল্যান্ডের বেশোরে বাংলাদেশিদের উদ্যোগে ইফতার পার্টি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   336 বার পঠিত   |   পড়ুন মিনিটে

লং আইল্যান্ডের বেশোরে বাংলাদেশিদের উদ্যোগে ইফতার পার্টি

 

লং আইল্যান্ডে এমডিকিউ বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো শনিবার ১৫ এপ্রিল। বেশোরস্থ দারুল কুরআন মসজিদে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাফোক কাউন্টির অধিকাংশ অফিসিয়াল ও মূলদারার রাজনীতিক অংশ নেন। স্থানীয় বাংলাদেশিদের কোন অনুষ্ঠানে এতও সংখ্যক অফিসিয়ালের অংশগ্রহন এটাই প্রথম। তারা হলেন সাফোক কাউন্টি পুলিশ কমিশনার রুডনী কে হ্যারিস,এসিসট্যান্ট ডেপুটি কাউন্টি এক্সিকিউটিভ ওলগা এল শেমি,বেবিলন টাউন টাউন সুপারভাইজার রিচ শেফার, হোমল্যান্ড সিকিউরিটির কমান্ডিং অফিসার মাইকেল কেলি, সাফোক কাউন্টি চীফ এক্সিকিউটিভ পদপ্রার্থী ডেভ ক্যালন, স্থানীয় মসজিদের বোর্ড অব ট্রাস্টি ডা. হাফিজুর রহমান, মসজিদ দারুল কুরআনের প্রেসিডেন্ট ডা, নাসের শহিদ, বেন্টউড স্কুল বোর্ড ট্রাস্টি হাসান আহমেদ, মসজিদের ইমাম মোহাম্মদ আজমল ও কমিউনিটি একটিভিস্ট হুমা ইদ্রিস। অতিথিরা সকলেই বাংলাদেশি কমিউনিটির ভ‚য়সী প্রসংশা করেন। বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে শনিবার প্রায় ১ হাজার মুসলিম কমিউনিটির সদস্যদের মধ্যে ইফতারি বিতরন করা হয়। অধিকাংশ রোজাদার মুসলমান গাড়ি নিয়ে এসে ড্রাইভ থ্রুতে ইফতার বক্স গ্রহন করেন। ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন কমিউনিটি একটিভিস্ট গোলাম ফারুক শাহিন।

 

  
ইফতার পার্টি, দোয়া মাহফিল ও ইফতার বিতরনে অনেক প্রবাসী বাংলাদেশি সক্রিয় ভ‚মিকা পালন করেন। তারা হলেন সাইফুল আলম খান,মেজবা উদ্দীন হেলাল,রুমন প্রধান,নওশের এম আব্দুল্লাহ,সামির শাহ,রহমান সোয়েব,দেলোয়ার হোসেন মজুমদার,ইকবাল চৌধুরী,ফারুক হোসেইন,মোঃ ফারুক,আবু তৈয়ব,তারেকুর রহমান,ফজলুল হক,বেলায়েত হোসেন,সাইমন খান,মিয়া আলিম, পাখি , লিয়াকত খান,রিয়াজ মাহমুদ,কামরুল হাসান পিন্টু,বাবু শেখ, খলিলুর রহমান,রফিক খান, লিয়াকত খান,রবিউল ইসলাম ও জালাল উদ্দীন। বাংলাদেশিরা সাফোক কাউন্টি পুলিশ কমিশনার রুডনী হ্যারিসকে ক্রেস্ট প্রদান করেন।

 

 

Facebook Comments Box

Posted ১১:১৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com