
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 208 বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্কের প্রায় এক তৃতীয়াংশ মানুষ স্টেট ছেড়ে চলে যাবার প্রস্তুতি নিচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে শতকরা ২৭ ভাগ নিউইয়র্কার স্টেট ত্যাগ করবে। জীবন ব্যয়ভার বহনের অক্ষমতা, রাজনীতি , ক্রাইম ও নিরাপত্তাহীনতাকে এ জন্য দায়ী করা হয়েছে। সিয়েনা কলেজ রিসার্স ইনস্টিটিউট পরিচালিত জরিপের ওপর ভিত্তি করে নিউইয়র্ক পোস্ট বুধবার ১২ এপ্রিল এক প্রতিবেদন প্রকাশ করেছে।
সিয়েনা জরিপে হাউজিং সংকটকেও গুরুত্বের সাথে বিচেনা করা হয়েছে। ম্যানহাটনের বাইরে ব্রংকস , কুইন্স, ব্রæকলিন কিংবা স্ট্যাটেন আইল্যান্ডে তুলনামূলকভাবে সস্তায় বাসা ভাড়া পাওয়া যেত। কিন্তু তা এখন নাগালের বাইরে। কুইন্সের এস্টোরিয়ায় ৩ বেডরুমের একটি সাদামাটা বাসার ভাড়া ৩ থেকে সাড়ে ৩ হাজার ডলার। ব্রংকসে ২৫০০ থেকে ৩ হাজার ডলার। ইঁদুর, ছারপোকা ও বিবেচনা বর্হিভ‚ত ল্যান্ডলর্ডদের আচরন মানুষকে নিউইয়র্ক ছাড়তে উৎসাহিত করছে। স্কুলগুলোর মান অন্যান্য স্টেটের কাছাকাছিও নেই। সন্তানের কথা চিন্তা করেও অনেকে ছাড়ছেন নিউইয়র্ক। সিয়েনা পোল এজেন্টের সাথে আলপকালে নিউইয়র্ক থেকে ফ্লোরিডায় পাড়ি জমানো এলেক্স ও তার ফিয়ান্সে বলেছেন, নিউইয়র্কের ট্যাক্স কিলিং আস। এখানে তা অর্ধেকের চেয়েও কম। বিশাল বাড়ি। পুল, ব্যাকইয়ার্ড. পার্কি গ্যারেজ। কি নাই সুন্দরভাবে বাস করতে। আর নিউইয়র্কে শুধু নাই নাই। পার্কিং এর যায়গা নেই। কুকুরকে হাঁটানোর রাস্তা নেই। খেলাধুলার পার্ক নেই। আছে শুধু ক্রাইম। রাস্তায় বেরুলেই শংকায় থাকতে হতো। ম্যানহাটনের আপার ইস্ট সাইডের এন্ডারসন কন্ডোতে থাকতেন। কন্ডো ভারাসহ তার মাসে খরচ হতো ১০হাজার ডলার। নিউ অরলিন্সে মুভ করেছেন ২০২২ সালে। তার এখন মাসিক খরচ মাত্র ২২০০ ডলার। এমনি অসংখ্য তথ্য বেরিয়ে এসেছে সিয়েনা জরিপে।
ইতিমধ্যে অত্যধিক ট্যাক্স ও অফিস ভাড়ার কারনে করপোরেট অনেক অফিস নিউইয়র্ক সিটি ত্যাগ করেছে। গত ২ বছরে ৪ লাখ নিউইয়র্কার স্টেট ছেড়ে চলে গেছে। কমেছে কংগ্রেশনাল আসন। এভাবে কমতে থাকলে রাজনৈতিক গুরুত্বও হারাবে নিউইয়র্ক।
Posted ৪:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
nykagoj.com | Monwarul Islam