মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উবার ড্রাইভার ও প্যাসেনঞ্জার উভয়েই গোপনে অডিও রেকর্ড করতে পারবেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   282 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উবার ড্রাইভার ও প্যাসেনঞ্জার উভয়েই গোপনে অডিও রেকর্ড করতে পারবেন

 

উবার ড্রাইভার ও প্যাসেঞ্জার উভয়েই গোপনে অডিও রেকর্ড করতে পারবে। উবার তাদের অ্যাপসে অডিও রেকর্ড করার টেকনোলজি সংযোজন করছে। উবার বুধবার ১২ এপ্রিল এ ঘোষণা দিয়েছে। এতও দিন নিউইয়র্ক সিটির উবারে এই টেকনোলজি সংযোজিত ছিল না। যুক্তরাষ্ট্রসহ বিশ্বেও ১৫০টি শহরের উবারে ইতোমধ্যে অডিও রেকর্ডি চালু করেছে। এবার তা নিউইয়র্কেও হবে। অ্যাপসের বøু শিল্ড আইকনে চাপ দিয়ে ড্রাইভার বা প্যাসেনঞ্জার রেকডিং শুরু করতে পারবেন। এতে ড্রাইভার বা প্যাসেনঞ্জারের একে অপরের অনুমতি নেবার প্রয়োজন হবে না। একে বলা হচ্ছে ‘সেফটি টুলকিট’।
উবার প্রোডাক্ট ম্যানেজার এন্ডি পাইমেন্টেল ডান বলেছেন, এ সিকিউরিটি টুলস সংযোজনে ড্রাইভার ও প্যাসেনঞ্জার উভয়েই কমফোর্ট ফিল করবেন। এতে উভয়েই ‘পিস অব মাইন্ডে’ থাকবেন। যখন ট্রিপ শেষ হবে, রেকর্ডি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তবে তা ব্যবহারকারির ফোনে সংরক্ষিত থাকবে। তা তৃতীয় কোন পক্ষ দেখতে পারবে না। যদি অ্যাপস ব্যবহারকারি অভিযাগের ডকুমেন্টস হিসেবে রেকর্ডিং উবার কর্তৃপক্ষের কাছে পেশ করে তবেই তারা দেখতে পারবেন। উবার সেফটি এজেন্ট তা দেখে ও শুনে অভিযোগের ব্যাপারে পদক্ষেপ নিতে পারবে। নিউইয়র্ক সিটিতে উবার ও ক্যাব ড্রাইভারদের ওপর আহরহ হামলা হচ্ছে। বেশ কয়েকজন উবার ড্রাইভার সম্প্রতি নিহত হয়েছেন। উবার কর্তৃপক্ষের মতে, এতে ড্রাইভার ও প্যাসেনঞ্জার উভয়েই উপকৃত হবেন।
ড্রাইভার বা প্যাসেনঞ্জার যে কোন একজন এই রেকডিং শুরু করতে পারবেন। কেউই কাউকে জানাতে হবে না। তবে উভয়েই যদি রেকডিং করতে থাকেন তবে তারা সিস্টেমের মাধ্যমে অবহিত হবেন। নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েনেন্সের পরিচালক, ভৈরবী দেশাই বলেছেন, বিষয়টি শুনতে ভালোই মনে হচ্ছে। তবে ‘হি ছেইড শি ছেইড’ নাটকে উবার সবসময় প্যাসেনঞ্জারদের পক্ষই অবলম্বন করে।

Facebook Comments Box

Posted ৪:১৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com