মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গিয়াস-তারেকের নেতৃত্বাধীন জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   297 বার পঠিত   |   পড়ুন মিনিটে

গিয়াস-তারেকের নেতৃত্বাধীন জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত

 

ধর্মীয় ভাব গম্ভীর্য ও জাকসন হাইটস ব্যাবসায়ীবৃন্দ ও নিজেদের মধ্যে সৌহার্দ্য- সম্প্রীতি ও সারা বিশ্বের মুসলিম জাহানের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে নিউ ইয়র্কের ব্যবসায়ীদের অন্যতম সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব নিউ ইয়র্ক (জে বি বি এ ) এর ইফতার ও দোয়া মাহফিল গত ৫ই এপ্রিল ২০২৩ জ্যাকসন হাইটসের মামাস্ পার্টি হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা উডসাইড আহলে বায়াত মসজিদের ইমাম ও খতিব মুফতি ডঃ সায়ীদ রাব্বানী সাহেব।এই ইফতার মাহফিলে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন স্তরের কমিউনিটি লিডার্স ,রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবির অসংখ্য মানুষ উপস্থিত হয়েছিলেন।এবারে দৃষ্টান্ত স্থাপন করে জে বি বি এ এর কর্মকর্তারা জ্যাকসন হাইটসের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে রকমারি ইফতার বক্স পৌঁছে দিয়ে আসেন যা সকলের প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বারী হোম কেয়ার এর সি ই ও আসিফ বারী , জে বি বি এ- এর সাঃ সম্পাদক ফাহাদ সোলায়মান ও জে বি বি এ অব নিউ ইয়র্কের সভাপতি গিয়াস আহমেদ। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । তিনি জ্যাকসন হাইটস বাংলাদেশী ব্যাবসায়ীদের কল্যানে ও স্বার্থে ঐকবদ্ধ ও সুদৃঢ় ভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাঃ সম্পাদক তারেক হাসান খান।

Facebook Comments Box

Posted ২:১২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com