মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ কনস্যুলেটের প্রোটকল অফিসারের ‘ম্যানার’ বর্হিভূত আচরন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০১ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   414 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ কনস্যুলেটের প্রোটকল অফিসারের ‘ম্যানার’ বর্হিভূত আচরন


‘ম্যানার বলতে একটি কথা আছে’। তা মেনে না চলার চেষ্টা করেন অনেকেই। কিন্তু তা যখন একজন সরকারি অফিসার বা প্রোটকল অফিসার করেন অবশ্যই চোখে পড়ার মতো। এমনি একটি ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার ২৯ মার্চ নিউইয়র্ক সিটি আয়োজিত বাংলাদেশিদের জন্য অনুষ্ঠানে। ম্যানহাটনের ডাউনটাউনের বাউলিং গ্রীন এলাকায় বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিউইয়র্ক সিটি মেয়র বাংলাদেশের পতাকা উত্তোলন করছিলেন। এটা ছিল বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি বড় ধরনের স¤œমানা। গর্বিত হবার বিষয়টিতো বটেই। নিউইয়র্ক সিটি মেয়রকে বলা ‘ওয়ার্ল্ড মেয়র’। পতাকাটি উড়ানোর আগে মেয়র এরিক এডামস বক্তব্য রাখছিলেন। তার পেছনে সিটি হলের কর্মকর্তা,সিটি কাউন্সিলওম্যান শাহানা হানিফ, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলামসহ অনেক বাংলাদেশি দাঁড়িয়েছিলেন। আগ্রহ নিয়ে তারা বক্তব্য শুনছিলেন। নিউই্য়র্ক সিটি কাউন্সিলে নির্বাচিত একমাত্র বাংলাদেশি কাউন্সিল মেম্বার শাহানা হানিফ। মেয়রের বক্তব্য চলাকালে নিউইয়র্ক কনস্যুলেটের ‘প্রোটকল অফিসার!’ শাহানা হানিফের কাছে গিয়ে আলাপ শুরু করেন। এক পর্যায়ে তিনি নিজের ফোনটি বের করে শাহানার ফোন বা ইমেইল নাম্বার নিতে প্রস্তুত হন। মেয়রের বক্তৃতার সময় এমন একটি পরিবেশ তৈরি হওয়ায় শাহানার চোখেমুখেও বিরক্তির ভাব ছিল। ভিডিও’তে এ দৃশ্যটি পরিষ্কারভাবে ধরা পড়ে। উপস্থিত অনেক বাংলাদেশিও মেয়রের বক্তৃতা চলাকালে প্রোটকল অফিসারের ম্যানার বর্হিভূত কর্মকান্ড দেখে বিরক্ত প্রকাশ করছিলেন।

Facebook Comments Box

Posted ৬:২৯ অপরাহ্ণ | শনিবার, ০১ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com