মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মাইগ্র্যান্ট সংকট মোকাবেলায় মেয়রের ৪.২ বিলিয়ন ডলারের সাহায্য প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০১ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   193 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাইগ্র্যান্ট সংকট মোকাবেলায় মেয়রের ৪.২ বিলিয়ন ডলারের সাহায্য প্রার্থনা

 

নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস অভিবাসী (মাইগ্র্যান্ট) সংকট মোকাবেলায় ৪.২ বিলিয়ন ডলার সাহায্য চেয়েছেন। তিনি মনে করেন গর্ভনর ক্যাথি হোকলের প্রস্তাবিত ১ বিলিয়ন ডলার সাহায্য যথেষ্ঠ নয়। গেল সপ্তাহে আলবেনিতে গিয়ে মাইগ্র্যান্ট সংকট মোকাবেলায় ৪.২ বিলিয়ন ডলারের সাহায্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ফেডারেল সরকারের কাছ থেকে এ অর্থ পেতে স্টেট ও সিটিকে এক সাথে কাজ করতে হবে। টেক্সাস থেকে পাঠানো এ সব এসাইলাম প্রার্থীদের নিউইয়র্কে পাঠানোর ফলে সমস্যার সৃষ্টি হয়েছে। দেশের অন্য কোন সিটি এমন সংকটের মুখোমুখি হয়নি। এটা একটি জাতীয় ইস্যুতে পরিনত হয়েছে। তিনি বলেন, ফেডারেল সরকারের ১৫০ বিলিয়ন ডলার বরাদ্দ রয়েছে মাইগ্র্যান্ট ইস্যুতে। সেখান থেকে ৪.২ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া বড় কিছু নয়। মেয়রের সাথে সুর মিলিয়ে বক্তব্য রাখছেন সিটি কম্পট্রোলার ব্রাড ল্যান্ডারও। তিনিও ফেডারেল সাহায্যেও ওপর গুরুত্বারোপ করেছেন।
নিউইয়র্ক থেকে নির্বাচিত সিনেটর ও সিনেট মেজোরিটি লিডার চাক শ্যুমার এবং ব্রুকলিন থেকে নির্বাচিত কংগ্রেসম্যান ও কংগ্রেসের মাইনোরিটি লিডার হাকিম জেফরি এবং সিনেটর ক্রিস্টিন জিলিব্রান্ড মেয়রকে সহায়তার আশ্বাস দিয়েছেন।
নিউইয়র্ক সিটি ইমিগ্র্যান্টদের জন্য অতিরিক্ত অর্থ না পেলে চরম সংকটে নিপতিত হবে। পড়তে হবে বাজেট ঘাটতিতে। ৪০ হাজার মানুষের থাকা, খাওয়া, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থায় ফেডারেল সরকারের কাছে ৪.২ বিলিয়ন ডলারের অনুদান চেয়েছেন নিউইয়র্ক সিটি মেয়র।

Facebook Comments Box

Posted ৫:০২ অপরাহ্ণ | শনিবার, ০১ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com