
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 237 বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্কে ন্যুনতম বেতন হচ্ছে ঘন্টায় ২১ ডলার ২৫ সেন্টস। করোনা ও ইউক্রেন যুদ্ধের ফলে অস্বাভাবিক ইনফ্লেশন ঘটেছে। গর্ভনর ক্যাথি হোকল বলেছেন, নিউইয়র্কাররা তা সামাল দিতে পারছেন না। প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বেড়েছে শতকরা ২০ থেকে ২৫ ভাগ। এর দায়ভার আমাদের ওপরও বর্তায়। কর্মজীবি মানষের দিকটা বিবেচনা করতে হবে। এ কারনেই ন্যূনতম সাধারন মানুষের বেতন বৃদ্ধি করা হয়েছে বাজেট প্রস্তাবে । এপ্রিলেই স্টেটের উভয় চ্যাম্বারে তা পাস হবে বলে আমার বিশ্বাস।
নিউইয়র্কের কুইন্স থেকে নির্বাচিত স্টেট সিনেটর জেসিকা রামোস বলেছেন, নিউইয়র্ক সিটিতে ১৫ ডলার ঘন্টায় কাজ করে টেবিলে পর্যাপ্ত খাবার জোটে না। এ জন্যই আমরা ঘন্টায় ২১.২৫ ডলারের দাবি করছি। বিলাসিতার জন্য নয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি এপ্রিলে স্টেট বাজেটে তা পাস হবে। বর্তমানে নিউইয়র্ক সিটি, নাসাউ,সাফোক ও ওয়েস্টচেষ্টার কাউন্টিতে ন্যূনতম ঘন্টায় বেতন ১৫ ডলার। স্টেটের অন্য এলাকাগুলোতে ন্যূনতম বেতন ঘন্টায় ১৪.২০ ডলার।
বেতন বৃদ্ধির প্রস্তাবটি ৪টি স্তরে ভাগ করা হয়েছে। ২০২৪ সালে সিটিতে বেতন হবে ঘন্টায় ১৭.২৫ ডলার। আর সিটির বাইরের অন্য শহরগুলোতে হবে ১৬ ডলার। ২০২৪ সালে তা হবে যথাক্রমে ১৯.২৫ ডলার ও ১৮ ডলার। ২০২৬ সালে তা ২১.২৫ ডলার ও ২০ ডলার। তবে ২০২৭ সালে নিউইয়র্ক সিটিসহ স্টেটের সকল সিটিতে ন্যূনতম ঘন্টায় বেতন হবে ২১.২৫ ডলার।
এদিকে ক্যালিফোরনিয়া ও ম্যাসেসুয়েটস স্টেটে বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৪ সালের ৫ নভেম্বরের নির্বাচনে ঘন্টায় ২২ ডলার করার প্রস্তাবটি থাকবে ব্যালটে। ম্যাসেসুয়েটসে দাবি উঠছে বেতন ঘন্টায় ৩০ ডলার করার
Posted ৪:৫৮ অপরাহ্ণ | শনিবার, ০১ এপ্রিল ২০২৩
nykagoj.com | Monwarul Islam