
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 220 বার পঠিত | পড়ুন মিনিটে
প্রেসিডেনসিয়াল মেডেল পেলেন ডা: ইভান খান। ভলান্টিয়ার সার্ভিসের জন্য সম্প্রতি হোয়াইট হাউজ ও এ্যামেরিকার্পস কর্তৃক প্রেসিডেন্ট জো বাইডেনের মেডেল পেয়েছেন খান’স টিউটোরিয়েলের সিইও ডা: ইভান খান। গত ১০ মার্চ জাতিসংঘের এনজিও থাউজেন্ডস ’শেডস অব উইমেন’ প্রধান তার হাতে এই পদক তুলে দেন। গত ২ যুগ ধরে ডা: ইভান কমিউনিটিতে মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করছেন। তার কাছে কোচিং নিয়ে হাজার হাজার ছেলেমেয়ে আমেরিকার সেরা স্কুল ও কলেজগুলোতে ভর্তির সুযোগ পেয়েছে। অতি সাশ্রয়ী অর্থের বিনিময়ে, এমনকি বিনা অর্থে অনেকে তার নেতৃত্বাধীন খান’স টিউটোরিয়েলে ক্লাস করেছে । এই খান’স টিউটিরিয়েলের প্রতিষ্ঠাতা মরহুম শিক্ষাবিদ মনসুর খান। তার মা নাঈমা খান এখনও এই মহতি পেশায় সন্তানকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। ইভানের এই মেডেল প্রাপ্তি তার সততা ও কমিউনিটির প্রতি ভালোবাসারই স্বীকৃতি।
Posted ১২:২১ পূর্বাহ্ণ | শনিবার, ০১ এপ্রিল ২০২৩
nykagoj.com | Monwarul Islam