সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিউইয়র্কারদের অর্ধেক ভাড়ায় বাস ট্রেনের টিকেট

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১০ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   146 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কারদের অর্ধেক ভাড়ায় বাস ট্রেনের টিকেট

স্বল্প আয়ের নিউইয়র্কাররা অর্ধেক ভাড়ায় বাস ও ট্রেনে চড়তে পারবেন। নিউইয়র্ক সিটি কাউন্সিল স্পীকার এড্রিয়েনা এডামস স্টেট অব দ্যা সিটি ভাষনে গত বুধবার ৮ মার্চ এ ঘোষণা দেন। ব্রংকসে জাস্টিস সোনিয়া সটোমায়ার হাউজ ও কমিউনিটি সেন্টারে তিনি এ ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, সিটির ট্রানজিট সাধারন মানুষের নাগালের মধ্যে আনতে হবে। জনগনের যেন এই পরিবহন সিস্টেম ব্যবহার করার সামর্থ্য থাকে। আমরা ‘ফেয়ার ফেয়ার প্রোগ্রাম’কে সম্প্রসারিত করবো। বর্তমানে এই কর্মসূচির আওতায় ২ লাখ ৮৩ হাজার নিউইয়র্কার অর্ন্তভূক্ত। এটা সম্প্রসারিত হলে তা দ্বিগুণে পৌঁছবে। ৬ লাখের মতো মানুষ বেনিফিট ভোগ করবে। যারা ফেডারেল প্রোভার্টি লেভেলের ২০০% নীচে রয়েছেন তারা এই সুবিধা পাবেন।
স্পীকারের প্রস্তাব অনুসারে, ৪ সদস্যের পরিবারের বাৎসরিক আয় ৬০ হাজারের নীচে হলে সবাই অর্ধেক ভাড়ায় বাস ও ট্রেনে যাতায়াত করতে পারবে। একক ব্যক্তি বছরে ২৯ হাজার ডলারের নীচে ইনকাম ককরলে অর্ধেক ভাড়ার কর্মসূচিতে অর্ন্থভূক্ত হতে পারবেন। তার এই প্রস্তাব মেয়রের বাজেট প্রসেসেরই অংশ। এটা চূড়ান্ত করতে সিটি কাউন্সিল ও এডামস প্রশাসন এখন আলোচনা করছেন।

Facebook Comments Box

Posted ৯:২০ অপরাহ্ণ | শুক্রবার, ১০ মার্চ ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com