
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ জুলাই ২০২৫ | প্রিন্ট | 27 বার পঠিত | পড়ুন মিনিটে
আগামী ৪ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে কুইন্স বরোতে। এই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে পুনরায় প্রার্থী হচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস জুনিয়র। তিনি ২০২০ সাল থেকে এই পদে অধিষ্ঠিত আছেন। মেলিন্দা কাটজ ছিলেন তার পূর্বসূরী। ডনোভান রিচার্ডসের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ১ জানুয়ারি। আগামী ৪ নভেম্বরের নির্বাচনে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন রিপাবলিকান পার্টির প্রার্থী হেনরী আইকেজী।
স্থানীয় বাংলাদেশী আমেরিকান কমিউনিটির শুভাকাংখী ডনোভান রিচার্ডস ইতোমধ্যেই শুরু করেছেন তার নির্বাচনী প্রচারণা। এরই অংশ হিসেবে গত ৮ জুলাই বিকেলে জ্যাকসন হাইটসে একটি ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজন করেন এটর্নি মঈন চৌধুরী। বাংলাদেশী কমিউনিটির জনপ্রিয় আইন ব্যবসায়ী এটর্নি মঈন চৌধুরীর নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এই ফান্ড রেইজিং অনুষ্ঠানে অংশ নেন কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যক্তিবর্গ। কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডসকে অনুষ্ঠানে স্বাগত জানান এটর্নি মঈন চৌধুরী। সংক্ষিপ্ত বক্তব্যে মঈন চৌধুরী ডনোভান রিচার্ডসকে বাংলাদেশী কমিউনিটির অকৃত্রিম বন্ধু বলে অভিহিত করেন। তিনি স্থানীয় বাংলাদেশীদের মাঝে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। উপস্থিত অন্যান্যরাও তাদের স্থানীয় সমস্যা ও সেসব সমাধানে ডনোভান রিচার্ডসের দৃষ্টি আকর্ষন করেন। ডনোভান রিচার্ডস বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কমিউনিটির ব্যক্তিবর্গ তার নির্বাচনী তহবিলে অনুদান প্রদান করেন। অঙ্গীকার করেন নির্বাচনে তার জন্য কাজ করার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডাঃ ওয়াজেদ খান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার, আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের কো-চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
Posted ৪:৩৮ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫
nykagoj.com | Monwarul Islam