সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেসি বিশেষ, ফুটবলের ইতিহাসেই সেরা: মাসচেরানো

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   20 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেসি বিশেষ, ফুটবলের ইতিহাসেই সেরা: মাসচেরানো

মেজর লিগ সকারে (এমএলএস) আবারও দেখা গেল লিওনেল মেসির জাদু। বৃহস্পতিবার রাতে নিউ ইংল্যান্ড রেভলুশনের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলের জয়ে জোড়া গোল করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। সেই সঙ্গে গড়েছেন এমএলএস ইতিহাসে এক নতুন রেকর্ড।

ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটে প্রতিপক্ষের দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে বাঁ পায়ের শটে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এরপর ৩৮ মিনিটে দীর্ঘদিনের সতীর্থ সার্জিও বুসকেটসের নিখুঁত লং পাস থেকে আরও একটি গোল করে নিজের নামের পাশে যোগ করেন অনন্য মাইলফলক।

এই ম্যাচ দিয়ে মেসি হয়ে গেছেন মেজর লিগ সকারের ইতিহাসে প্রথম খেলোয়াড়, যিনি টানা চার ম্যাচে করেছেন একাধিক গোল। এই চার ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে আটটি।

চলতি এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ১৫ ম্যাচে মেসির গোল ১৪টি। গোলদাতার তালিকায় তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা ন্যাশভিলের স্যাম সারিজের চেয়ে মাত্র দুই গোল পিছিয়ে, যদিও সারিজ খেলেছেন ছয়টি ম্যাচ বেশি।

ম্যাচ শেষে কোচ হাভিয়ের মাসচেরানো প্রশংসায় ভাসিয়েছেন মেসিকে। সাবেক জাতীয় দল সতীর্থ ও বর্তমান মায়ামি কোচ বলেন, ‘আমি সব সময়ই বলি, লিও (মেসি) বিশেষ খেলোয়াড়। আমার দৃষ্টিতে ফুটবলের ইতিহাসেই সেরা। এই বয়সেও ও যেভাবে খেলছে, সেটা অবিশ্বাস্য। অনেক বছর আগে যা কল্পনাও করা যেত না, আজ সে মাঠে সেটা করে দেখাচ্ছে। আমরা ভাগ্যবান, মেসিকে আমাদের দলে পেয়েছি।’

Facebook Comments Box

Posted ৭:১৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com