সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেসি ম্যাজিকে জয়ে ফিরল ইন্টার মায়ামি

খেলা ডেস্ক   |   রবিবার, ০৬ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   10 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেসি ম্যাজিকে জয়ে ফিরল ইন্টার মায়ামি

এমএলএস ম্যাচে দীর্ঘ এক মাস পর জয় দেখল ইন্টার মায়ামি। আর এই জয়ের নায়ক আবারও লিওনেল মেসি। জোড়া গোলের পাশাপাশি এক অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন তারকা। তার দুর্দান্ত পারফরম্যান্সে মায়ামি ৪-১ গোলে হারিয়েছে কানাডার ক্লাব সিএফ মন্ট্রিয়ালকে।

তবে ম্যাচের শুরুটা মোটেও ভালো ছিল না। মাত্র দ্বিতীয় মিনিটেই মেসির একটি ভুল পাস কেড়ে নিয়ে প্রিন্স ওউসুর গোলে এগিয়ে যায় মন্ট্রিয়াল। গোল হজমের পর দ্রুতই ম্যাচে ফিরে মায়ামি। ৩৩ মিনিটে মেসির পাস থেকে গোল করেন তাদেও আলেন্দে। ৪০ মিনিটে মেসি নিজেই গোল করে দলকে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামি তাদের আক্রমণাত্মক খেলা চালিয়ে যায়। ৬০ মিনিটে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন তেলাস্কো সেগোভিয়া। এরপর ৬২তম মিনিটে মেসির দ্বিতীয় গোল মায়ামির বড় জয় নিশ্চিত করে।

মায়ামির এমন দাপুটে জয়ের পর দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছে হেড কোচ হাভিয়ের মাসচেরানো। ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার কারণে কয়েক সপ্তাহ এমএলএস থেকে দূরে ছিল মায়ামি। তাই লিগে ফিরে জয়ে ফেরা গুরুত্বপূর্ণ বলে মনে করেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, ‘সামগ্রিকভাবে আমরা দারুণ এক ম্যাচ খেলেছি। ক্লাব বিশ্বকাপের পর আবার লিগে ফেরা সহজ নয়। কিন্তু ছেলেরা সেটা দারুণভাবে সামলেছে।’

মেসির এমন দুর্দান্ত ফর্ম নিয়ে খুশি দলটির কোচ। ৩৮ বছর বয়সী লিওনেল মেসিকে পুরো ৯০ মিনিট খেলানোর সিদ্ধান্ত নিয়েও কথা বলেন মাসচেরানো। তার মতে, ফিট থাকলে মেসিকে খেলতে দেওয়া উচিত। তিনি বলেন, ‘ও ফিট থাকলে খেলতেই চাইবে, আমরাও তাকে সেই সুযোগ দেব। সে মাঠে থাকলে আমাদের বিশাল সুবিধা হয়, আর আমরা সেটাই কাজে লাগাতে চাই। আমাদের বুঝতে হবে, লিও সবচেয়ে খুশি থাকে যখন সে মাঠে ফুটবল খেলছে।’

Facebook Comments Box

Posted ৮:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ জুলাই ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com