
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 98 বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের আতংকিত না হবার পরামর্শ দিয়েছেন এটর্নি মঈন চৌধুরী। তিনি বলেছেন, ট্রাম্প নির্বাচিত হবার পর বৈধ ও অবৈধ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, যাদের কেস পেন্ডিং রয়েছে তাদের আতংকিত হবার কোন কারন নেই। যাদের বিরুদ্ধে ডিপোর্টেশন অর্ডার রয়েছে তাদের গ্রেফতার করে ফেরত পাঠাতে পারে। তা বর্তমান আইনেও বিদ্যমান। কোন বড় ধরনের অপরাধে সাজা না হলে গ্রীন কার্ডও বাতিল হবার ভয় নেই। তাই কমিউনিটির মধ্যে অহেতুক ভীতি ছড়ানো হচ্ছে। ভয়কে জয় করে ইমিগ্রান্টদের এগিয়ে যেতে হবে। বৃহস্পতিবার ২১ নভেম্বর জ্যাকসন হাইটসে সাংবাদিকদের সাথেএক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় তার সাথে ছিলেন আমিন মেহেদি, এডভোকেট নাসির উদ্দীন ও তরিকুল ইসলাম মিঠু।
তিনি বলেন, জন্ম নিলে আর নাগরিকত্ব নয় এমন আইন এখনও পাস হয় নি। আমেরিকার মাটিতে জন্ম নিলে নাগরিক তা সংবিধানের ১৪তম এমেন্ডমেন্টের অধিকার। ট্রাম চাইলেই তা বাতিল করতে পারেন না। কংগ্রেসে ২ তৃতীয়াংশের ভোটে তা পাস হতে হবে। বিষয়টি এতও সহজ নয়।
মঈন চৌধুরী বলেন, আতংকিত হবেন না। কোন প্রশ্ন থাকলে ইমিগ্রেশন এটর্নিদের সাথে যোগাযোগ করুন। যেকোন ধরনের সহায়তায় আপনাদের পাশে দাঁড়াবেন এটর্নিরা।
Posted ৪:০২ অপরাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
nykagoj.com | Monwarul Islam