
আফরোজা ইসলাম | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 148 বার পঠিত | পড়ুন মিনিটে
গতকাল ৯-২২-২০২৪ রবিবারটিকে ব্যস্ত বলছি এই কারণে যে ,ছয়টি প্রোগ্রামের আমন্ত্রণ ছিল এই দিনে। ফরিদ ভাইয়ের পরিচালনায় সাবেক সংসদ সদস্য এবং এন টিভি চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোসাদ্দেক আলীর(ফালু) সাথে সাংবাদিকদের কথোপকথন অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু হয় ।বিকেল চারটায় নবান্ন রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয় ।হলে প্রবেশ করতেই জনাব মোসাদ্দেক আলীর হাসি মাখা মুখ দেখে ভালো লাগে ।প্রথম দর্শনে ভালো লাগা যাকে বলে ।প্রত্যেক সাংবাদিকদের পরিচিতি পর্ব শেষ হলে কথোপকথন শুরু হয় ।নানা বিষয়ের কথোপকথন চলতে থাকে ।এরই মাঝে গরম গরম পিঁয়াজি,চটপট্টি পরিবেশন করা হয় ।সময় ছিল বিকেল চারটা হতে সন্ধ্যা ছয়টা।কিন্তু কখন যে সময় বয়ে গেছে বুঝতে পারেনি ।আরও যে বাকি আছে ।আলু ভর্তা ,বেগুন ভাজি,গরুর মাংস,ডাল,সালাতের সাথে ভাত।সবশেষে ফিরনি ।অনেকে সন্ধ্যারাতে রাতের খাবার খেতে ইচ্ছুক না থাকা সত্ত্বেও বেগুন ভাজি,আলুভর্তার লোভ সামলাতে না পারায় খাবার নেয়।তার জলন্ত উদাহরণ আমি নিজেই। সবশেষে এন টি ভি এর পক্ষ থেকে এবং প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।সবকিছু মিলে সুন্দর সময় কাটালাম।এই সুন্দর সময়ের সবটুকু কৃতিত্ব ফরিদ ভাইয়ের ।ফরিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ । উৎফুল্লতা নিয়ে নবান্ন রেস্টুরেন্ট থেকে বের হতেই সামনে `সেফ মহল’ রেস্টুরেন্ট ।সেখানে অনুষ্ঠিত হয় ইব্রাহীম চৌধুরী খোকন ভাই এর পরিচালনায় বাংলাদেশের নদ-নদী,পরিবেশ ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা ।অনুষ্ঠানের শেষ পর্বে ছবি তোলার পালা।যার মধ্যে পরে যায় আমিও । সেফ মহল থেকে বেরিয়ে ছুট দেই জুঁইস সেন্টারে,যেখানে বিপ্লবী ফৌজিয়া আপার `নিউইয়র্কের চিঠি’ নামে বই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় ।প্রশংসা শুনতে কার না ভালো লাগে ?আর সেটি যদি হয়ে থাকে কোন প্রিয় মানুষকে কেন্দ্র করে ।এই অনুষ্ঠানমালায় কর্তাকে কিছু বলার জন্য বলা হয়,তার আগে উপস্হাপক কর্তাকে পরিচিতি করেন এই বলে ,মনোয়ারুল ইসলাম নিউইর্য়কে সাংবাদিক মহলের অভিভাবক হিসেবে পরিচিত । বাংলাদেশ স্টুডেন্ট এবং এলামনাই এসোসিয়েশন সংবাদ সম্মেলনের আয়োজন করেন এক চাইনিজ রেস্টুরেন্টে।নিউ জেনারেশনের বক্তব্যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ পায়। পাঁচ নাম্বার প্রোগ্রাম অনুষ্ঠিত হয় (কাবাব কিং)রেস্টুরেন্টে।রাজনীতির প্রোগ্রাম তাই কিছুটা হৈচৈপূর্ণ ।কিছুক্ষণ থেকে চলে আসতে হয় পরের দিন কাজ থাকার কারণে ।যার পরিপ্রেক্ষিতে ষষ্ঠ অনুষ্ঠানটি কুমার বিশ্বজিৎ এর গানের অনুষ্ঠানমালায় উপস্হিত হতে পারেনি ।হয়তো কোন এক সময় কোন এক অনুষ্ঠানে দেখা মিলে যাবে।
Posted ১০:৩৬ অপরাহ্ণ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
nykagoj.com | Monwarul Islam