মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘আপা আপা বলা’ তানভির আওয়ামীলীগ থেকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   134 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘আপা আপা বলা’ তানভির আওয়ামীলীগ থেকে বহিস্কার

 

ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ‘আপা আপা’ বলা একটি ফোনালাপ সোশ্যাল মিডিয়ায় ফাঁস হবার পর মুহূর্তে ভাইরাল হয়ে যায় ওই ব্যক্তির আলাপচারিতা। খেঁাজ নিয়ে জানা গেছে, শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের সেই ব্যক্তিটি হলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যাকসন হাইটস ইউনিটের সাধারণ সম্পাদক তানভির কায়সার। তানভির কায়সার সাবেক প্রধানমন্ত্রীর কাছে নিজে কিছু দায়িত্ব পালন করতে চান বলে বারবার ‘আপা আপা’ বলে সম্বোধন করতে থাকেন। তিনি এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র কয়েকজন নেতার নাম নিয়েছেন। এই ফোনালাপ ভাইরাল হবার পর নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ নেতাদের সিদ্ধান্তে তাকে দল থেকে বহিষ্কার করে একটি চিঠি ইস্যু করা হয়েছে। আওয়ামী লীগ নেতারা বলেন, তানভির সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে আলাপ করে তা ভাইরাল করে দিয়েছে। যা সংগঠন বিরোধি কাজ।
তানভির কায়সার বুধবার সন্ধ্যায়  ফোনে জানান, তাকে দেওয়া বহিষ্কারের চিঠিতে সাধারণ সম্পাদকের কোন স্বাক্ষর নেই। সভাপতির স্বাক্ষর নেই, তবে একটি সিল রয়েছে মাত্র। তানভির কাওসার নিউইয়র্কের বাঙালি অধ্যুাষিত এলাকা জ্যাকসন হাইস—এ বসবাস করেন। তবে তানভির দাবী করেন, কোন নোটিশ ছাড়া বহিষ্কারের এই চিঠির কোন বৈধতা নেই।

ফোনালাপে তানভির অর্ধশতাধিকবার শেখ হাসিনাকে ‘আপা আপা’ বলেন। এক পর্যায়ে তিনি কেঁদেও ফেলেন। তার ফোনালাপের ওই অডিও ফাঁস হলে বিশ্বব্যাপি তা ভাইরাল হয়ে যায়।
তানভির কায়সার জানান, শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের অডিওটি তিনি দলের কয়েকজন নেতার সঙ্গে শেয়ার করেছিলেন। তারাই ষড়যন্ত্র করে এটি ভাইরাল করে দিয়েছে। দলের এসব লোকেরাই তাকে বহিষ্কার করার পেছনে জড়িত বলে তিনি দাবি করেন। ফোনালাপ ভাইরাল হবার পর তানভির অনেক সতর্ক ছিলেন তবে কোন ধরনের চাপের মধ্যে নেই বলে তিনি জানান। সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার সঙ্গে ফাঁস হওয়া তার ফোনালাপটি এখনো পাওয়া যাচ্ছে।

Facebook Comments Box

Posted ১:১২ অপরাহ্ণ | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com