মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জ্যাকসন হাইটস পথমেলায় নির্বাচনী আমেজ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   170 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্যাকসন হাইটস পথমেলায় নির্বাচনী আমেজ

জ্যাকসন হাইটস পথমেলায় ঢল নেমেছিল হাজারো প্রবাসী বাংলাদেশিদের । জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন ছিল এই মেলার উদ্যোক্তা। এই মেলা উপলক্ষ্যে ১৪ সেপ্টেম্বর শনিবার জ্যাকসন হাইটসের ৭৩ রোড পরিনত হয়েছিল বাংলাদেশিদের মিলন মেলায়। বসেছিল অর্ধ শতাধিক স্টল। সংগীত আর উচ্ছ্বাসে প্রানবন্ত হয়ে ্উঠে পুরো এলাকা। লক্ষ্যনীয় ছিল বাংলাদেশ সোসইটির আসন্ন নির্বাচনী ঢামাডোল। আগামী ২৭ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রায় ১৮ হাজার বাংলাদেশি ভোটাধিকার প্রয়োগ করবেন। আর প্রবাসীদের এই মেলায় নির্বাচনী প্রার্থীরাও একটা বড় সুযোগ পেয়ে যান। রুহুল—জাহিদ ও সেলিম—আলী প্যানেলের প্রার্থীরা মেলায় উপস্থিত থেকে ঘন্টার পর ঘন্টা ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করেন। মেলার উদ্যোক্তারা মঞ্চে নিয়ে উভয় প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম ও রুহুল আমিন সিদ্দিকী। মেলায় কমিউনিটি একটিভিস্টদের মধ্যে বক্তব্য রাখেন শাহ নেওয়াজ, গিয়াস আহমেদ, এটর্নি মঈন চৌধুরী, জাকারিয়া মাসুদ জিকু,ফাহাদ সোলায়মান, সারোয়ার খান বাবু,জন ল্যু, জেনিফার রাজকুমার ও তাকে হাসান খান। । মেলায় নিউইয়র্ক স্টেট এসেমব্লিওম্যান জেনিফার রাজকুমার কমিউনিটিতে অবদান রাখার জন্য শাহ নেওয়াজ ও গিয়াস আহমেদকে সাইটেশন প্রদান করেন।

জ্যাকসন হাইটস পথমেলাকে সফর করতে গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট ও আজকাল সম্পাদক শাহ নেওয়াজকে চেয়ারম্যান করে গঠিত হয়েছিল। এর আহবায়ক ও মেম্বার সেক্রেটারি ছিলেন যথাক্রমে কামরুজ্জামান কামরুল ও তারেক হাসান খান। প্রধান সমন্বয়ক ও সমন্বয়কের দায়িত্ব পালন করেন সেলিম হারুন ও জেড আলম নমি। কমিটিতে আরও দায়িত্ব পালন করেন মনসুর চৌধুরী, মোল্লা মাসুদ ও মফিজুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রুহুল সরকার, সাদিয়া খোন্দকার ও সোনিয়া।

সংগীত পরিবেশনায় ছিলেন রিজিয়া পারভীন, প্রতীক হাসান, রানো নেওয়াজ, কৃষœা তিথি, ত্রিনিয়া হাসান, শাহ মাহবুব. অনিক রাজ সহ অনেকেই।

Facebook Comments Box

Posted ৬:০২ অপরাহ্ণ | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com