
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 82 বার পঠিত | পড়ুন মিনিটে
প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তম উৎসব ফোবানা সম্মেলন আজ শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে উদ্বোধন হচ্ছে। এই ফোবানার নেতৃত্ব দিচ্ছেন মূলধারার রাজনীতিক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ ও জাতীয়পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাধারনস সম্পাদক ব্যবসায়ী আসেফ বারি টুটুটল। দেশে ভয়াবহ বন্যার কারনে সম্মেলনের অনেক কর্মসূচি স্থগিত করা হয়েছে। গিয়াস আহমেদ প্রতিবেদককে বলেছেন, সম্মেলনকে কেন্দ্র করে বন্যার্তদেও জন্য আমরা একটি ফান্ড ক্রিয়েট করবো। আশা করছি, আমরা এক ডলার সাহায্য পাঠাবো।
কুইন্সের লার্গোডিয়া ম্যারিয়ট হোটেলের বল রুমে আজ শুক্রবার ৩ দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রবাসের নামীদামি শিল্পীরা অংশ নেবেন। যুক্তরাষ্ট্রের আরও ৩টি শহরে আজ ফোবানা কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। ম্যারিল্যান্ডের ফোবানায় শাহ নেওয়াজ ও কাজি আজম, ভারজেনিয়ার ফোবানায় এটর্নি আলমগীর ও আবীর আলমগীর এবং মিশিগানের ফোবানায় আতিকুর রহমান ও বেদারুল ইসলাম বাবলা নেতৃত্ব দিচ্ছেন ।
Posted ৩:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪
nykagoj.com | Monwarul Islam