মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
বাংলাদেশ সোসাইটির নির্বাচন

সেলিম-আলী প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   264 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সেলিম-আলী প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

 

আগামী ২৭ অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদেও আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন। নির্বাচনে অংশগ্রহণকারী ‘সেলিম—আলী’ প্যানেলের প্রার্থীদের প্রাথমিক পরিচিত সভা গত বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি প্রার্থী সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে ও সাধারণ সম্পাদক প্রার্থী সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী সহ ১৯ প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

‘সেলিম—আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কটিশ পার্লামেন্টের সদস্য বাংলাদেশী—বৃটিশ ফয়সল চৌধুরী। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন খান, ডা. চৌধুরী সারোয়ারুর হাসান, আলী ইমাম শিকদার, ডা. মাসুদুর রহমান, মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, আব্দুর রহীম হাওলাদার, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, জুনায়েদ চৌধুরী, বদরুন্নাহার খান মিতা, আমীন মেহদেী বাবু, সালেহ আহমেদ মানিক, নাঈম টুটুল ও রেজাউল আলম অপু।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন জামিল আনসারী। এরপর গীতা পাঠ ও যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্যানেলের ১৯টি পদে প্রতিদ্বন্দ্বিাকারীদের নাম ঘোষণা করেন প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাহ নেওয়াজ। প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি পদে আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি— মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি— কামরুজজামান কামরুল, সাধারণ সম্পাদক— মোহাম্মদ আলী, যুগ্ম—সাধারণ সম্পাদক— আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ— মফিজুর ইসলাম ভুইয়া রুমী, সাংগঠনিক সম্পাদক— ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক— অনিক রাজ, প্রচার ও জনসংযোগ সম্পাদক— রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক— জামিল আনসারী, সাহিত্য সম্পাদক— মোহাম্মদ এ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক— আশরাফ আলী খান লিটন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক— হাসান জিলানী এবং কার্যকরী সদস্য যথাক্রমে মোহাম্মদ সাদিক, আবুল কাশে চৌধুরী, মনসুর আহমেদ, আল হারুন, জাহাঙ্গীর সেহরাওয়াদীর্ ও হাসান খান।

আমন্ত্রিত অতিথি ফয়সল চৌধুরী বলেন, আমি হবিগঞ্জ থেকে গিয়ে ব্রিটিশ মেইন স্ট্রিম রাজনীতি করে পার্লামেন্টে জায়গা করে নিয়েছি। আমি চাই সব জায়গায় বাংলাদেশিরা এমন ভাবে এগিয়ে যাক। সবাই মিলে কাজ করলে কমিউনিটিও এগিয়ে যাবে। একই সঙ্গে নিউইয়র্কের মূলধারায় কংগ্রেসমেনহ গুরুত্বপূর্ণ জায়গা করে নিতে পারবেন। আপনাদের আগামী প্রজন্মের মঙ্গলের জন্যই মূলধরারর রাজনীতিতে আপনাদের অংশগ্রহণ বাড়াতে হবে। আশা করি নির্বাচিত হলে আপনারা কমিউনিটির জন্য কাজ করে যাবেন।
শাহ নাওয়াজ বলেন, এই

প্যানেল সাধারণ ভোটারদের প্যানেল। নির্বাচিত হলে সোসাইটিকে আরো এগিয়ে নিতে কাজ করবেন তারা। কার্যক্রমে আরো জবাবদিহিতা, সততা ও স্বচ্ছতা নিয়ে আসবেন। তাই এ প্যানেলকে জয়ী করে আনতে হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সাঈদ তারেক, বদরুল হোসেন খান, কাজী আজহারুল ইসলাম মিলন, তোফায়েল আহমেদ চৌধুরী, ফারুক চৌধুরী, মোস্তফা কামাল, আহসান হাবীব ও রাব্বী সৈয়দ। এছাড়াও ইশতিয়াক রুমী ও মোহাম্মদ সাদেক সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন ‘সেলিম—আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তোফায়েল আহমেদ চৌধুরী ছাড়াও মোহাম্মদ আলী, মহিউদ্দিন দেওয়ান ও মফিজুল ইসলাম রুমী।
অভিবাসীদের সুযোগ—সুবিধার কথা মাথায় রেখে ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় ‘বাংলাদেশ সোসাইটি’। অতীতে সংগঠনের নেতৃত্ব ও ভূমিকা নিয়ে প্রবাসীদের অভিযোগ থাকলেও এবার তহবিল খরচে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। এমন প্রেক্ষাপটে আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে সোসাইটির নির্বাচন। এবার সোসাইটির ভোটার সংখ্যা ১৮ হাজার ৬১৩ জন। এর মধ্যে সাধারণ ভোটার ১৭ হাজার ৭৫৯ এবং আজীবন সদস্য ৮৫৪ জন। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে রয়েছেন জামাল আহমেদ জনি। অন্য নির্বাচন কমিশনরা হচ্ছেন মোহাম্মদ এ. হাকিম মিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ হেলাল উদ্দিন ও আহবাব চৌধুরী।

Facebook Comments Box

Posted ২:২০ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com