
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৪ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 169 বার পঠিত | পড়ুন মিনিটে
মূলধারার রাজনীতিক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদের নেতৃত্বাধীন ফোবানার কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে নিউইয়র্কে। তিনি এই ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান। আগামী শুক্রবার কুইন্সের লার্গোডিয়া ম্যারিয়ট হোটেলে আনুষ্ঠানিকভাবে ৩৮তম এ ফোবানা কনভেনশন উদ্বোধন হবে। তা চলবে ১ সেপ্টেম্বর রোববার পর্যন্ত। এ কনভেনশনের কনভেনর হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ঠ হোম কেয়ার ব্যবসায়ী ও লায়নের সিনিয়র ভাইস গর্ভনর আসেফ বারী টুটুল। গিয়াস আহমেদ জানিয়েছেন,এবারের কনভেনশন দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মুক্তযোদ্ধাদের উৎসর্গ করা হবে।
এ ফোবানায় স্থানীয় শিল্পীরা পারফর্ম করবেন। তাদের মধ্যে রয়েছেন রিজিয়া পারভীন, ত্রিনিয়া হাসান ও শাহ মাহবুব। ফোবানাকে সফল করতে আরও দায়িত্ব পালন করছেন মাজহারুল ইসলাম জুয়েল, দেওয়ান আজিম জুয়েল,শাহজাদি পানভীন ও ফাহাদ সোলায়মান।
উল্লেখ্য আরও ৩ টি ফোবানা অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। বিশিষ্ঠ কমিউনিটি একটিভিস্ট শাহ নেওয়াজের নেতৃত্বে মেরিল্যান্ডে, এটর্নি আলমগীরের নেতৃত্বে ভারজেনিয়া ও আতিকুর রহমানদের নেতৃত্বে মিশিগানে তা অনুষ্ঠিত হবে। প্রবাসে বাংলাদেশিরা ৪ ভাগে বিভক্ত হয়ে এবারে ফোবানা সম্মেলন করছেন।
Posted ৯:৪১ অপরাহ্ণ | শনিবার, ২৪ আগস্ট ২০২৪
nykagoj.com | Monwarul Islam