মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

ঢাকা-দিল্লী কূটনৈতিক ঝড়:ইউনুসকে মোদির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১০ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   194 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা-দিল্লী কূটনৈতিক ঝড়:ইউনুসকে মোদির অভিনন্দন

 

শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে আশ্রয় ঘটনায় দিল্লীতে রাজনৈতিক ও কুটনৈতিক তোলপাড় হচ্ছে। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সংসদে লোক সভায় জানতে চেয়েছেন, শেখ হাসিনার সরকারের পতনে বিদেশিদের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কও বলেছেন, বাংলাদেশের জনগণের স্বার্থ আমাদের কাছে সর্বাগ্রে। নতুন সরকারের সাথে আলোচনার পর করনীয় ঠিক করবো। শেখ হাসিনার অবস্থান প্রশ্নে তিনি বলেছেন, তিনি এখন কি করবেন, বিদেশে কোন দেশে আশ্রয় নেবেন, নাকি ভারতে থাকবেন— সে বিষয়ে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপডেট কোনো তথ্য নেই। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন দ্য মিন্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জৈশওয়াল বলেছেন, বাংলাদেশ নিয়ে উদ্বেগ আছে। সেখানে এখনও পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। ঢাকাস্থ ভারতের হাই কমিশন থেকে বেশ কিছু স্টাফকে আমরা সরিয়ে এনেছি। সংখ্যালঘুদের ওপর আক্রমণ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পরিস্থিতি মনিটরিং করছি। এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। ভারতীয় নাগরিক এবং আমাদের হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের কাছে অনুরোধ করেছি। আমরা আশা করি বাংলাদেশের আইন শৃঙ্খলা যাতে দ্রুত পুনঃস্থাপন হবে।লেনদেন ও জনজীবন স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।
এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ায় প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে এক বার্তায় তিনি বলেছেন, আমরা আশা করি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে। দুই দেশের জনগণের শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার আকাঙ্খা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত অঙ্গীকারাবদ্ধ বলে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি।

 

৭ আগস্ট (বুধবার) ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) তাদের ওয়েবসাইটে এক বার্তায় জানিয়েছে, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসি) বন্ধ থাকবে। এতে বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব আইভিএসিএস বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

দিল্লী ঢাকাস্থ হাই কমিশন থেকে বেশ কয়েকজন কূটনীতিক ও স্টাফকে প্রত্যাহার করেছে। বাংলাদেশ বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষন করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আজকালকে বলেন, অন্তর্বর্তকালীন সরকার গঠিত হবার পর আমরা আনুষ্ঠানিকভাবে দিল্লীর সাথে আলোচনা করবো। প্রতিবেশি রাষ্ট্রের সাথে সু সম্পর্ক বজায় রাখা আমাদের কূটনীতির শিষ্ঠাচার।

Facebook Comments Box

Posted ৫:৩৪ পূর্বাহ্ণ | শনিবার, ১০ আগস্ট ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com