
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৫ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 204 বার পঠিত | পড়ুন মিনিটে
প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছেন, তাঁর মা আর রাজনীতিতে ফিরবেন না। সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘এত পরিশ্রম করার পরেও তাঁর বিরুদ্ধে যেভাবে আন্দোলন হল, তাতে তিনি (হাসিনা) অত্যন্ত হতাশ হয়েছেন।’
প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ। তিনি বলেছেন, তাঁর মা গতকাল (রোববার) থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন। পরিবারের চাপে নিজের নিরাপত্তার কথা ভেবে দেশে ছেড়েছেন তিনি। উনি (শেখ হাসিনা) বাংলাদেশকে বদলে দিয়েছেন। উনি যে সময়ে ক্ষমতায় এসেছিলেন, তখন করুণ অবস্থা ছিল দেশের। কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার অন্যতম শক্তি। উনি খুবই হতাশ।
Posted ৩:২৯ অপরাহ্ণ | সোমবার, ০৫ আগস্ট ২০২৪
nykagoj.com | Monwarul Islam