বৃহস্পতিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘে সেভ বাংলাদেশের স্মারকলিপি পেশঃ আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৩ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   97 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতিসংঘে সেভ বাংলাদেশের স্মারকলিপি পেশঃ আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবী

 

বাংলাদেশে গণহােও ছাত্র হত্যার প্রতিবাদে নিউইয়র্কে জাতিসংঘ প্রধান কার্যালয়ে গত ৩১ জুলাই, বুধবার দুপুরে মহাসচিব অ্যান্থনিও ম্যানোয়েল গুতেরিস বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন ‘সেভ বাংলাদেশ’ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে জাতিসংঘের সামনে সংগঠনের সদস্য এবং প্রবাসি বাংলাদেশিরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন। এসময় তারা বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করেন। বিক্ষোভকারীরা বলেন, একটি দেশের মেধাবী জেনারেশনকে পরিকল্পিতভাবে অত্যন্ত বর্বর কায়দায় হত্যা করা হয়েছে। সরকার এবং তাদের দোসরদের এই নির্মম হত্যাযজ্ঞের অভিযোগে বিচারের আওতায় আনার দাবি করেন আয়োজকরা।


স্মারকলিপিতে তারা বলেন, বিভিন্ন্ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ২৬৬ জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। এছাড়া ২০ হাজারের বেশি শিক্ষার্থী গুলিতে গুরুতর জখম হয়েছেন। আন্দোলনরত অনেক শিক্ষার্থী বাসা থেকে আসার পর তাদের আর কোন খেঁাজ পাওয়া যাচ্ছে না। এই হত্যাযজ্ঞে কতজন প্রাণ হারিয়েছেন তাদের তালিকা করার ব্যাপারে সরকার বিধিনিষেধ আরোপ করেছে। পুলিশ ও র‌্যাব গোপন তালিকা করে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি ‘ব্লক রেড’ দিয়ে তাদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে।

তারা আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তি মিশনের আর্মড পার্সোন্যাল ক্যারিয়ার ‘এপিসি’ সাধারণ শিক্ষার্থীদের দমন করতে অভিযানে নামিয়েছে। যা অত্যন্ত নিন্দনিয় কাজ। কারফিউ জারি করে ছাত্র—জনতার আন্দোলন দমাবার জন্য সামরিক বাহিনীকে নামোনা হয়েছে সারা দেশে। এসব করে মানবাধিকার স্পষ্টত লংঘন করা হয়েছে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের মাধ্যমে এই হত্যাযজ্ঞ তদন্ত করার দাবি জানানো হয়।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অচিরেই বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনী সদস্যদের জাতিসংঘ শান্তি মিশনে যাওয়া সাসপেন্ড করার দাবি জানানো হয়। ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কেয়ার টেকার সরকারের মাধ্যমে একটি ফ্রি এবং ফেয়ার নির্বাচন করার দাবি জানান তারা।

এ সময় ডা. খন্দকার মাসুদুর রহমান, জিয়া হায়দার, জাহিদ খান, ডা. তুহিন আনোয়ার, রওনক হক, রাব্বি সৈয়দ, ইমরান আনসারি, আবু হোসেন, কনা কামরুন, আশরাফ সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। একই দিন সন্ধ্যায় জ্যাকসন হাইটস—এ এক সংবাদ সম্মেলনও করা হয় ‘সেভ বাংলাদেশে’র পক্ষ থেকে।

 

 

Facebook Comments Box

Posted ৫:০২ অপরাহ্ণ | শনিবার, ০৩ আগস্ট ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com