মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিউইয়র্ক ও নিউজার্সিতে গ্রাউন্ড হারাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৩ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   134 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্ক ও নিউজার্সিতে গ্রাউন্ড হারাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন

 

ডেমোক্র্যাটদের ঘাঁটি নিউইয়র্ক ও নিউজার্সিতে সর্মথন হারাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্লু স্টেট হিসেবে স্বীকুত নিউইয়র্ক ও নিউজার্সি ব্যাটলগ্রাউন্ড স্টেট হিসেবে আর্বিভূত হচ্ছে। এতে ডেমোক্র্যাট নীিতিনির্ধারকদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। বিভিন্ন জরিপের তথ্যানুসারে নিউইয়র্ক স্টেট ও সিটির বাসিন্দারা ইমিগ্র্যান্ট ইস্যুতে ভীষন ক্ষুব্ধ। সমন্বিত পরিকল্পনার অভাব ও নেতৃত্বের দূরদর্শিতার অভাবে পুরো নিউইয়র্ক বসবাসের অযোগ্য হয়ে উঠছে। যত্রতত্র হোমলেস, আইনশৃংখলার অবনতি ও সম্প্রতি দক্ষিন সীমান্ত হয়ে আসা ইমিগ্রান্টদের হাতে সাধারন নাগরিকদের নাজেহাল হবার ঘটনায় মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নিউইয়র্কাররা মনে করেন, বাইডেন, মেয়র এডামস ও গর্ভনর হোকুল কেউই ইমিগ্র্যান্ট সংকট মোকাবেলা করতে পারেন নি। ডোনাল্ড ট্রাম্পের কাছে বির্তকে বাইডেনেনের পরাজয় আরেকমাত্রা যোগ করেছে। অনেক রেজিস্টার্ড ডেমোক্র্যাটকেই সর্বত্র বলতে শোনা যাচ্ছে, তারা বাইডেনকে ভোট দিতে অনাগ্রহী। নিউজার্সিতে সর্বশেষ পরিচালিত জরিপে ডোনাল্ড ট্রাম্প শতকরা ৪১—৪০ মারজিনে এগিয়ে আছেন। গার্ডেন স্টেটে এই জরিপ পরিচালনা করেছে কো ইফিসিয়েন্ট মার্চেন্ট কোম্পানী। উল্লেখ্য নিউজার্সিকে ডেমোক্র্যাটদের শক্তিশালী ঘাঁটি হিসেবে ধরা হয়।

ইমারসন কলেজ জরিপে ট্রাম্প শতকরা ৪৬ ভাগ সর্মথনে এগিয়ে আছেন। বাইডেন সেখানে শতকরা ৪৩ ভাগ। অনেকে বাইডেন ও ট্রাম্প উভয়কেই অযোগ্য ভবিষ্যত প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করে ভোট কেন্দ্রে না যাবার কথা বলেছেন। জরিপ অনুসারে, শতকরা ৭৮ ভাগ রিপাবলিকান ট্রাম্পের ব্যাপারে মোটিভেটেড। পক্ষান্তরে ৬৫ ভাগ ডেমোক্র্যাট বাইডেনের ব্যাপারে মোটিভেটেড। বরং ডেমোক্র্যাটরা ভাইস প্রেসিডেন্ট কামালা হারিস কিংবা সাবেক ফাস্টর্ লেডি মিশেল ওবামা প্রেসিডেন্ট প্রার্থী হলে বেশি উজ্জেবিত হবেন বলে জানিয়েছেন। এদিকে জো বাইডেন বলেছেন, তিনি প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে সরে দাঁড়াবেন না্ একমাত্র ঈশ্বরই তাকে সরাতে পারেন। অন্য কেউ নন।

এদিকে ‘আনডিসাইডেট ও ইন্ডিপেন্ডেন্ট’ ভোটাররা মুখ ফিরিয়ে নিচ্ছেন বাইডেনের দিক থেকে। গত ডিবেটের আগে স্বতন্ত্র ভোটারদের শতকরা ৬৫ ভাগ ছিল বাইডেনের দিকে। বির্তকের পর তা নেমে এসেছে শতকরা ৪৮ ভাগে। আর এর ফলে নিউইয়র্কসহ সুইং স্টেটগুলো বাইডেনের জন্য বিপদজনক হয়ে উঠছে। নির্বাচনী পর্যবেক্ষকরা বলছেন, নিউইয়র্ক ও নিউজার্সি ব্যাটলগ্রাউন্ড স্টেট হিসেবে আর্বিভূত হলে সুইং স্টেটগুলো বাইডেনের জন্য সুখকর বার্তা দিবে না।

Facebook Comments Box

Posted ১২:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ জুলাই ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com