টক-ঝাল -মিস্টি, সহ দেশী-বিদেশী নানা রকম খাবার এক ছাদের নীচে পেতে হলে যে নামটি আমাদের সামনে প্রেথম ভেসে উঠে তাহলো ব্রঙ্কসের খলিল ফুড কোর্ট ।এটি খলিল বিরিয়ানী হাউসের একটি সহ প্রতিষ্ঠান।
খলিল ফুড কোর্টে নিয়মিত খাবারের বাইরেও আছে নানা রকম হালাল ফাস্ট ফুড।পাওয়া যাবে ফুচকা,চটপটি,শর্মা,টার্কিশ গ্রীল,বাবলটি,আইস ক্রিম ,নানা ধরনের পেস্ট্রি,বার্গার ,কেক ,ওয়াফেল ,ইত্যাদি ।
আছে নিজস্ব ফ্যাক্টরীর তৈরি নানা রকম মনকাড়া মিস্টান্ন।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শেফ খলিলুর রহমান বলেন,এখানে এক ছাদের নীচে বসে গ্রাহকরা নানাবিধ খাবারের স্বাদ নিতে পারবেন।বাংলাদেশী ঐতিহ্যবাহী বিভিন্নরকম খাবার সহ চাইনিজ খাবার পাওয়া যাবে এখানে।ফ্যামিলি সহ নিরিবিলি পরিবেশে খাবার উপভোগ করার জন্য ফুড কোর্টের ভেতরেই আলাদা ব্যবস্হা রয়েছে।
পরিবার পরিজন নিয়ে আনন্দঘন পরিবেশে সময় কাটানো এবং মুখরোচক খাবারের স্বাদ নিতে খলিল ফুড কোর্টে আসার জন্য শেফ খলিলুর রহমান প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন।