
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ জুন ২০২৪ | প্রিন্ট | 163 বার পঠিত | পড়ুন মিনিটে
টি ২০ বিশ্বকাপ ক্রিকেট খেলায় সন্ত্রাসী হামলার হুমকি দিয়েছে আইএসআইস। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে রেড এলার্ট। নিরাপত্তার চাদরে ঢাকা হচ্ছে নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।হাজারো নিরপত্তা রক্ষী মোতায়েন করা হচ্ছে। নাসাউ কাউন্টির আইসেনহাওয়ার পার্কে অবস্থিত এই স্টেডিয়াম ও পার্শ্ববর্তী এলাকায় চিরুনী বাছাই চলছে। এফবিআই সহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীকে রেড এলার্টে রাখা হয়েছে। ধারনা করা হচ্ছে, ভারত-পকিস্তান ম্যাচ চলাকালে সন্ত্রাসীরা হামলার সুযোগ না পেলে অন্য কোন ম্যাচেও হামলা চালাতে পারে। তাই প্রশাসন সবগুলো ম্যাচেই নিরাপত্তা জোড়দার করছে।
আগামী ৯ জুন ভারত ও পাকিস্তানের ক্রিকেট খেলাকে টার্গেট করে আইএসআইএস-কে হামলার হুমকি দিয়েছে। ধারণা করা হচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার দর্শক এই ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে উপস্থিত হবেন। ম্যাচের অধিকাংশ টিকেট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। এই ম্যাচটির বেশির ভাগ দর্শক থাকবেন ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সহ এশিয়ান প্রবাসীরা।
লং আইল্যান্ডের নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক জে রাইডার বুধবার ২৯ মে বলেছেন,এটিকে আমরা গেøাবাল থ্রেট হিসেবে নিয়েছি। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এই ক্রিকেট উৎসব দেখতে আসবেন। তাদের নিরাপত্তায় ফেডারেল সহায়তাও চাওয়া হয়েছে। তিনি বলেন, গত এপ্রিল মাসেই এ থ্রেট আমরা পেয়েছি। তা তদন্ত করে দেখছিলাম। আমরা নিশ্চিত হয়েছি, এটি একটি সুনির্দিষ্ট হুমকি। সন্ত্রাসীরা ইতোমধ্যেই হামলার হুমকি দিয়ে অনলাইনে ভিডিও ছেড়েছে। যার নাম দিয়েচে ‘দ্যাট লোন উলফ টু অ্যাক্ট’। নাসাউ কাউন্টির চীফ এক্সিকিউটিভ ব্রæস বø্যাকম্যান বলেছেন, আমরা গুরুত্বের সাথে বিষয়টি নিয়েছি। হোমল্যান্ড সিকিউরিটি, এফবিআই, নিউইয়র্ক সিটি পুলিশ সহ বিভিন্ন সংস্থার সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
আগামী ১ জুন থেকে টি ২০ বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। হোস্ট কান্ট্রি হিসেবে থাকছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ২৯ জুন বিশ্বকাপ ক্রিকেটের পর্দা নামবে। ২০টি দেশের টীম ৫৫টি ম্যাচে অংশ নেবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফ্লোরিডা ও টেক্সাসে অধিকাশ ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮ জুন টেক্সাসের ডালাস ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলংকার প্রথম ম্যাচ। ১০ জুন দক্ষিন আফ্রিকা ও বাংলাদেশের মধ্যে নিউইয়র্কের লং আইল্যান্ডে ক্রিকেট স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। প্রবাসী বাংলাদেশিরা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার জন্য টিকেট কিনছেন।
Posted ১০:৫৮ অপরাহ্ণ | শনিবার, ০১ জুন ২০২৪
nykagoj.com | Monwarul Islam