মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উবারে বিল উঠলো ৭.৬৬ লাখ রুপি!

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ৩১ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   125 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উবারে বিল উঠলো ৭.৬৬ লাখ রুপি!

ভারতের উত্তর প্রদেশে নয়দা শহরে শুক্রবার উবার অটো রাইড নিয়েছিলেন এক ব্যক্তি। রাইডের শুরুতে তার বিল ছিল মাত্র ৬২ রুপি। কিন্তু ছোট এই রাইড শেষ হতে না হতেই তার বিল দাঁড়ায় ৭.৬৬ লাখ রুপিতে। খবর- এনডিটিভি

দিপক নামের ওই ভুক্তভোগীর বন্ধু আশিস এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) এর একটি পোস্টে।

ভিডিওতে শোনা যায়, ভুতুড়ে ওই বিল নিয়ে আলোচনা করছেন দুই বন্ধু। দিপকের ফোন স্ক্রিন দেখানো হয় ভিডিওতে। সেখান দেখা যায়, উবারের মোট বিল এসেছে ৭,৬৬,৮৩,৭৬২ রুপি। এর মাঝে ১,৬৭,৭৪,৬৪৭ রুপি ছিল ট্রিপ ফেয়ার অর্থাৎ ভাড়া। এছাড়া ওয়েটিং কস্ট দেখানো হয় ৫,৯৯,০৯,১৮৯ রুপি।

বিলটি নিয়ে হাসাহাসি করতে থাকেন দুই বন্ধু। এক পর্যায়ে আশিস বলেন, চন্দ্রযান (ভারতীয় মহাকাশযান) নিয়ে ঘুরে এলেও এত বিল আসত না।

এ ঘটনা জানার পর আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে উবার ইন্ডিয়া সাপোর্ট। এ সমস্যাটি সমাধানের প্রতিশ্রুতিও জানায় তারা।

Facebook Comments Box

Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ মার্চ ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com