মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিদেশিরা ভোট বানচাল করতে চাইলে আমরাও স্যাংশন দেবোঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা

মনোয়ারুল ইসলাম   |   শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   156 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিদেশিরা ভোট বানচাল করতে চাইলে আমরাও স্যাংশন দেবোঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, বিদেশিরা ভোট বানচাল করতে চাইলে বাংলাদেশ তাদের ওপরও স্যাংশন দেবে। ভোট বানচাল করার চেষ্টা যেন বাইরে থেকে না করা হয়। আমি স্যাশনের ভয় করি না। প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষনের পরপরই শুক্রবার ২২ সেপ্টেম্বর নিউইয়র্কস্থ বাংলাদেশ জাতিসংঘ মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় তার পাশে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন ও রাষ্ট্রদূত এম এ মুহিত উপস্থিত ছিলেন। তিনি আওযামী লীগের কিছু নেতা ও শীর্ষ আমলাদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্যাংশন দেবার ঘোষনা সংক্রান্ত প্রশ্নের জবাব দিচ্ছিলেন।

প্রধানমন্ত্রী ভিসা স্যাংশন সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অগ্নিসন্ত্রাস,পুলিশ হত্যা ও বাসে আগুন দিযে মানুষ মেরেছিল জামায়াত-বিএনপি। নির্বাচন ঠেকানোর নাম করে তারা কোন যায়গায় আগুন দেয়নি? তারা আর হয়তো নির্বাচন বানচালে যেতে পারবে না। যারা স্যাংশন দিচ্ছে তারাও নাকি ওটা দেখবে। নিশ্চয়ই একতরফা দেখবে না । শুরুটা কারা করলো তা নিশ্চয়ই দেখবে। কিন্তু যদি আওয়ামী লীগকে টার্গেট করে থাকে তা’হলে আমার কিছুর বলার নেই। আমি কারও শক্তিতে বিশ্বাস করে ক্ষমতায় আসিনি। ক্ষমতায় এসেছি জনগনের শক্তিতে। জনগনের ভোটে। আর আত্মীয়স্বজনেরা এখানে থাকলে কি করবে? আমার ছেলেতো এখানে আছে। এখানে সে লেখাপড়া   করেছে। বিয়ে করেছে। তার মেয়ে আছে। ব্যবসা সম্পত্তি আছে। বাড়িঘর আছে। যদি সব বাতিল করে করবে। তাতে কিছুই আসে যায় না। বাংলাদেশতো আমাদের আছেই। এতে ভয় পাবার নেই। ঘাবড়াবার কিছু নেই।

তিনি বলেন, নির্বাচনের দোহাই দিয়ে কারা এসব বলছে? তাদের (যুক্তরাষ্ট্র) নির্বাচন নিয়েও প্রশ্ন আছে। এখনও সে নির্বাচন মেনে নেয়নি। তাদের বিরোধীদলের সাথে কি করা হচ্ছে? আমরাতো তাও করছি না। যে খালেদাা জিয়া আমাকে বারবার হত্যার চেষ্টা করেছে। দূনীতির সাজাপ্রাপ্ত হলেও তাকে আমার ক্ষমতা বলে বাসায় থাকার সুযোগ করে দিয়েছি। এখন চিকিৎসা নিতে পারছে। তার স্বামী ১৯৮১ সালে আমি দেশে ফিরলে ৩২ নম্বর বাড়িতে ঢুকওে দেয় নি। অনেক কিছু মোকাবেলা করে এখানে উঠে এসেছি। আমাদের অভ্যন্তরীন অনেক বাধা অতিক্রম করেই সরকারে আছি।

আওয়াশী লীগের ভবিষৎ নেতৃত্বে সায়মা রওয়াজেদ পুতুলের আসার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, কোন সম্ভাবনা নেই। তবে আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবে তা আওয়ামীলীগের নেতাকর্মিরাই ঠিক করবে।

Facebook Comments Box

Posted ১০:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com