
খেলা ডেস্ক | সোমবার, ২১ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 186 বার পঠিত | পড়ুন মিনিটে
নতুন আসরে প্রথম জয় পেল বার্সেলোনা। তবে কাদিজের বিপক্ষে ২-০ গোলের জয়টা পেতে রীতিমত ঘাম ঝরেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচটি বার্সা খেলেছে তাদের নতুন ঘরের মাঠ অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে। ক্যাম্প ন্যু’তে সংস্কার কাজ চলায় বার্সা এই মৌসুমের সবগুলো ‘হোম’ ম্যাচ খেলবে এই স্টেডিয়ামে।
ম্যাচের শুরু থেকেই নিজেদের রক্ষণ আগলে রেখে দারুণ খেলতে থাকে কাদিজ। তাদের পরিকল্পনা ছিল রক্ষণ সামলে আক্রমণ করা। কাদিজের এই পরিকল্পনায় প্রথমার্ধে বার্সাকে বেশ কঠিন পরীক্ষা দিতে হয়। কাদিজ রক্ষণ দেয়াল গড়ে রেখেছিল দুই স্তরের। সেটা ভেদ করে আক্রমণ গড়াও কঠিন হয়ে পড়েছিল বার্সেলোনার জন্য।
প্রথম গোলটা পেতে বার্সেলোনাকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত। গুন্দোয়ানের পাস থেকে দারুণ স্লাইডে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন পেদ্রি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে লেভান্ডোভস্কির ফ্লিক থেকে ব্যবধান ২-০ করেন তোরেস।
দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে প্রথম দুটি স্থানে আছে রিয়াল মাদ্রিদ ও ভালেন্সিয়া। ৪ পয়েন্ট নিয়ে আপাতত তিনে উঠে এসেছে বার্সেলোনা।
Posted ৪:৫৯ পূর্বাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩
nykagoj.com | Stuff Reporter