রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে টিকা প্রয়োগের মতো পরিস্থিতি তৈরি হয়নি: ডা. এবিএম আব্দুল্লাহ

স্বাস্থ্য ডেস্ক   |   রবিবার, ২০ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   174 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডেঙ্গুতে টিকা প্রয়োগের মতো পরিস্থিতি তৈরি হয়নি: ডা. এবিএম আব্দুল্লাহ

দেশে এ বছর এক লাখের মতো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তবে এই ভাইরাস প্রতিরোধে টিকা এখনও সহজলভ্য না হওয়ার এবং টিকা নিয়ে বিতর্ক থাকায় এখন প্রয়োগ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

রোবরাব দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিল্টন হলে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, সম্মিলিতভাবে ডেঙ্গু মোকাবিলা ও প্রতিরোধ, আমাদের দায়িত্ব ও করণীয় নিয়ে এক সেমিনারে অংশ নিয়ে তিনি এমন কথা বলেন।

ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, ডেঙ্গুতে মারা যাওয়া বেশির ভাগই নারী, আবার তাদের একটি বড় অংশ ছিলেন অন্তঃসত্ত্বা। তাই গর্ভবতী ও শিশুদের জন্য বাড়তি সতর্কতা রাখতে হবে।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, টিকার বিষয়ে গবেষণার জন্য বিএসএমএমইউতে ভাইরোলজিস্টদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া অন্যান্য দেশে যে সব টিকা তৈরি হয়েছে, মৃত্যু ঝুঁকি না থাকলে সেই সব টিকা বিএসএমএমইউতে ট্রায়াল করা হবে না বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

Facebook Comments Box

Posted ১২:০৭ অপরাহ্ণ | রবিবার, ২০ আগস্ট ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com