রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এশিয়া কাপের দলে তিলককে চান শাস্ত্রী

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   128 বার পঠিত   |   পড়ুন মিনিটে

এশিয়া কাপের দলে তিলককে চান শাস্ত্রী

এশিয়া কাপের জন্য ১৫ জনের দল বেছে নিয়েছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। ওই দলে তিনি রেখেছেন মিডল অর্ডার ব্যাটার তিলক ভার্মাকে। এছাড়া লেগ স্পিনার কুলদীপ যাদবকেও চান তিনি।

বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগারকার দল ঘোষণা করতে দেরি করেছেন কেএল রাহুল এবং শ্রেয়াস আয়ারের জন্য। ইনজুরি থেকে ফিরে অনুশীলন শুরু করেছেন তারা। এশিয়া কাপে খেলার ছাড়পত্র পান কিনা তা দেখার অপেক্ষা আছেন তিনি। কিন্তু এই দুই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটারকে ছাড়াই দল চান শাস্ত্রী, এমকে প্রসাদ ও সন্দীপ প্যাটেল।

তিলক ভার্মা সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজে দারুণ ক্রিকেট খেলেছেন। মিডল অর্ডার এই ব্যাটার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ভারতীয় ব্যাটারদের মধ্যে সেরা পারফরম্যান্স দিয়েছেন। তারই পুরস্কার পেলেন তিনি।

এছাড়া ইনজুরি কাটিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ খেলতে যাওয়া পেসার জাসপ্রিত বুমরাহ ঢুকছেন এশিয়া কাপের দলে। গত বছরের এশিয়া কাপের আগে থেকে ইনজুরিতে ছিলেন এই ডানহাতি পেসার।

ভারতের এশিয়া কাপের সম্ভাব্য দল: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, শুভমন গিল, বিরাট কোহলি, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্ডিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুরমাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব।

Facebook Comments Box

Posted ১১:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com