সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পুরস্কার না পাওয়ায় ক্ষুব্ধ রোনালদো, চাইলেন ব্যাখ্যা

খেলা ডেস্ক   |   রবিবার, ১৩ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   102 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পুরস্কার না পাওয়ায় ক্ষুব্ধ রোনালদো, চাইলেন ব্যাখ্যা

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে আল হিলালকে ২-১ গোলে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতেছে আল নাসর। ফাইনালের দুই গোলসহ টুর্নামেন্টে ৬ ম্যাচে ৬ গোল করে গোল্ডেন বুটও জিতেছেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু এতটুকুতেও সন্তুষ্ট ছিলেন না রোনালদো।

ফাইনাল শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার না পাওয়ায় বেশ অসন্তুষ্ট পর্তুগিজ এই তারকা। স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদন মতে, আল হিলালের মিলিঙ্কোভিচ-সাভিচ ম্যাচ সেরার পুরস্কার জিতলে আয়োজকদের কাছে এর ব্যাখ্যাও দাবি করেন সিআরসেভেন। এ সময় আঙুল উঁচিয়ে দুইও দেখান রোনালদো। অর্থাৎ ফাইনালে দলকে জেতানোর পথে জোড়া গোল করাকেই ইঙ্গিত করেছেন পর্তুগিজ মহাতারকা।

ফুটবল বিশ্বের সেরা এই তারকার এমন কাণ্ড মেনে নিতে পারছেন না অনেকেই। তার পক্ষে বিপক্ষে চলছে নানা আলোচনা-সমালোচনা। কারো মতে, সেরা খেলোয়াড়ের পুরস্কার রোনালদোরই প্রাপ্য, কেউ বলছেন, আয়োজকদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধের রোনালদোর এমন আচরণ দেখানো উচিত হয়নি।

ব্যক্তিগত পুরস্কার জেতা নিয়ে অসন্তুষ্ট থাকলেও দলকে শিরোপা জিতিয়ে দারুণ আনন্দিত সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। ম্যাচ শেষে দলের সঙ্গে মেতেছেন বাঁধভাঙা উল্লাসে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েও আল নাসরের হয়ে শিরোপা জেতাকে উদ্‌যাপন করেছেন রোনালদো। সেখানে তিনি লিখেছেন, ‘দলকে প্রথমবারের মতো এই গুরুত্বপূর্ণ শিরোপা জেতানোর পথে সাহায্য করতে পেরে দারুণ আনন্দিত। ক্লাবের যারা দারুণ এই অর্জনের সঙ্গে জড়িত, তাদের সবাইকে ধন্যবাদ। আর আমার পরিবার ও বন্ধুদের ধন্যবাদ, যারা সব সময় আমার পাশে ছিলেন। আমাদের সমর্থকেরা দারুণ সমর্থন দিয়েছেন। এটা আপনাদের জন্যও।’

Facebook Comments Box

Posted ৯:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com