রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লঙ্কান লিগে এশিয়া কাপের প্রস্তুতি দেখছেন হৃদয়

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   145 বার পঠিত   |   পড়ুন মিনিটে

লঙ্কান লিগে এশিয়া কাপের প্রস্তুতি দেখছেন হৃদয়

লঙ্কান লিগে খেলার ডাক পাওয়া তাওহীদ হৃদয়কে ছাড়পত্র দিতে দেরি করেনি বিসিবি। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও রেখেছেন ভূমিকা। কারণ পরিষ্কার। এশিয়া কাপের আগে খেলার মধ্যে থাকা এবং শ্রীলঙ্কার কন্ডিশন চিনে নেওয়া।

তাওহীদ হৃদয় সেটা ভালো মতোই পেরেছেন। শ্রীলঙ্কার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে দারুণ ক্রিকেট খেলেছেন তিনি। তবে আসর শেষ করে আসতে পারেনি। বিসিবির ক্যাম্পে যোগ দিতে দেশে ফিরেছেন এই তরুণ ব্যাটার।

এ সময় সংবাদ মাধ্যমকে ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটার বলেছেন, তিনি লঙ্কান লিগ দারুণ উপভোগ করেছেন। সেখানকার কন্ডিশন-উইকেট সম্পর্কে ধারণা পেয়েছেন। যা আসন্ন এশিয়া কাপে কাজে দিতে পারে বলে বিশ্বাস তার। হাইব্রিড মডেলের এশিয়া কাপে শ্রীলঙ্কার মাঠে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে। এরপর পাকিস্তানে গিয়ে আফগানিস্তানের বিপক্ষে আছে ম্যাচ।

বিষয়টি নিয়ে হৃদয় বলেছেন, ‘লঙ্কান লিগের অভিজ্ঞতা হয়তো এশিয়া কাপে কাজে দেবে, ব্যক্তিগতভাবে আমি কিছুটা উপকৃত হবো। ম্যাচে আমি যা করেছে তা চ্যালেঞ্জিং ছিল। আমি উইকেট এবং মাঠ সম্পর্কে ধারণা পেয়েছি এবং অবশ্যই এটা আমার কোন না কোনভাবে সহায়তা করবে।’

শ্রীলঙ্কার লিগে ছয় ম্যাচ খেলে ১৫৫ রান করেছেন হৃদয়। স্ট্রাইক রেট ছিল ১৩৫.৯৬। ৩৯ বলে ম্যাচ জয়ী ৫৪ রানের ইনিংস খেলেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি তাকে রাখতে চেয়েছিল। কিন্তু বেশি ম্যাচ খেলার অনুমতি নেননি হৃদয়। এ নিয়ে তার আক্ষেপও নেই তার, ‘আমার আক্ষেপ নেই, কারণ আমি পুরো টুর্নামেন্ট খেলতে যাইনি। তারা আমাকে থাকার জন্য বলেছিল।’

হৃদয় জানিয়েছেন, তিনি প্রসেস মেনে খেলার চেষ্টা করেছেন। যেটা তাকে সাফল্য এনে দিয়েছে। এছাড়া দলের সকলের ভালো সমর্থনও পেয়েছেন, ‘আমি প্রসেসে স্থির থাকার চেষ্টা করেছি। পরিকল্পনায় স্থির থেকে বল বুঝে খেলার চেষ্টা করেছি। এছাড়া দলের সকলে ভালো সমর্থন দিয়েছেন। আউট সাইডার মনে হয়নি। বাউন্ডারিতে ফিল্ডিংয়ের সময় হৃদয়-হৃদয় নাম ধরে ডেকেছেন ভক্তরা।’

Facebook Comments Box

Posted ৮:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com