রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লিগে সবচেয়ে বেশি ফাউল হয়ে বিশ্বকাপে নেইমার

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২১ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   168 বার পঠিত   |   পড়ুন মিনিটে

লিগে সবচেয়ে বেশি ফাউল হয়ে বিশ্বকাপে নেইমার

সংগৃহীত ছবি

-সংগৃহীত

চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়ে কাতার বিশ্বকাপে পা রেখেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। এমনকি নিজ নিজ লিগে সর্বোচ্চ ফাউলের তালিকায় ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল জেসুস, ব্রুনো গিমারেজরা আছেন শুরুতে।

সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, চলতি মৌসুমে পিএসজির হয়ে নেইমার সর্বোচ্চ ৬৬ বার ফাউলের শিকার হয়েছেন। তাকে ফাউল করার কারণ মনে করা হচ্ছে তার ‘প্লেয়িং স্টাইল’। ল্যাতিন ফুটবলের সৌন্দর্য হলো ড্রিবলিং। ব্রাজিলিয়ানদের রক্তে মিশে আছে ড্রিবলিং করা।

যেটাকে তারা ‘জোগো বনিতো’ বা সুন্দর ফুটবল বলে থাকে। ওই সুন্দর খেলাটা খেলতে গিয়েই এতো বেশি ফাউলের শিকার হয়েছেন জাতীয় দল ও লিগে দারুণ ছন্দে থাকা নেইমার। রাশিয়া বিশ্বকাপে পাঁচ ম্যাচে তিনি আসরের সর্বোচ্চ ২৬ ফাউলের শিকার হয়েছিলেন।

কাতার বিশ্বকাপেও এই নাম্বার টেন বেশি ফাউল হওয়ার শঙ্কায় আছেন। গ্রুপ পর্বে তাদের রক্ষণাত্মক ও শারীরিক ফুটবলে পারদর্শী তিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে। শধু নেইমার নন রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসও অনেক ফাউলের শিকার হয়েছেন। চলতি মৌসুমে লা লিগায় তিনি ১৪ ম্যাচ খেলেছেন। লিগের সর্বোচ্চ ৪৯ ফাউলের শিকার হয়েছেন।

প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ ফাউলের শিকার হয়েছেন আর্সেনালে খেলা ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। তৃতীয় সর্বোচ্চ ৩৩ ফাউলের শিকার হয়েছেন নিউক্যাসল ইউনাইটেডে খেলা ব্রাজিলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার ব্রুনো গিমারেজ। নেইমার-ভিনিদের জোগো বনিতো থামানোর উপায়ই যেন ফাউল!

Facebook Comments Box

Posted ১২:১০ অপরাহ্ণ | সোমবার, ২১ নভেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com