রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কমিউনিটি শিল্ড দিয়ে ইংলিশ মৌসুম শুরু

খেলা ডেস্ক   |   রবিবার, ০৬ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   125 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমিউনিটি শিল্ড দিয়ে ইংলিশ মৌসুম শুরু

অধিকাংশ সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও গত মৌসুমে প্রিমিয়ার লিগ জেতা হয়নি আর্সেনালের। সে আক্ষেপ ঘোচাতে চলতি দলবদলে মোটা অর্থ ব্যয় করেছেন গানার বস মিকেল আর্তেতা। এই ব্যয় কতটা ফলপ্রসূ হতে চলেছে তার প্রথম পরীক্ষা আজ।

ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির বিপক্ষে বাংলাদেশ সময় আজ রাত ৯টায় লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে কমিউনিটি শিল্ডে মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের রানার্সআপ আর্সেনাল। প্রিমিয়ার লিগের শীর্ষ দুই ক্লাবের লড়াই দিয়ে আজ মাঠে গড়াচ্ছে ইংল্যান্ডের ক্লাব ফুটবলের নতুন মৌসুম।

চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ ও এফএ কাপ শিরোপা ঘরে তুলে গত মৌসুমে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ঐতিহাসিক ট্রেবল জিতেছিল পেপ গার্দিওলার ম্যানসিটি। তবে ইতিহাস সৃষ্টির ক’মাসের মধ্যেই দলটির চেহারা অনেকটা বদলে গেছে।

ট্রেবল জয়ের অন্যতম দুই কারিগর ইলকায়ে গুন্দোয়ান ও রিয়াদ মাহরেজ চলে গেছেন। জোয়াও ক্যানসেলো, কাইল ওয়াকার, বার্নার্দো সিলভাও ক্লাব ছাড়ার পথে। সিটি শিবিরে যোগ দিয়েছেন ক্রোয়াট মিডফিল্ডার মাতেও কোভাসেভিচ। গতকাল ডিফেন্ডার জোসকো গার্ডিওলও সিটির সঙ্গে পাঁচ বছরের চুক্তি সম্পন্ন করেছেন। আজ অবশ্য আর্সেনালের বিপক্ষে তাঁর মাঠে নামার সম্ভাবনা নেই।

Facebook Comments Box

Posted ৮:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com