শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পিএসজি ছাড়ার কথা ভাবছেন এনরিকে!

খেলা ডেস্ক   |   শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   64 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পিএসজি ছাড়ার কথা ভাবছেন এনরিকে!

স্প্যানিশ কোচ লুইস এনরিকে পিএসজির চাকরি নিয়েছেন এক মাস। সবে প্রাক মৌসুম শেষ করেছেন। এখনও মৌসুম শুরু হয়নি। এর মধ্যে তিনি পিএসজি ছাড়ার কথা ভাবছেন বলে সংবাদ মাধ্যমে গুঞ্জন বেরিয়েছে।

স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা দাবি করেছে, এনরিকে পিএসজি ছাড়ার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। কারণ পিএসজির স্কোয়াড ও প্রজেক্ট নিয়ে অস্থিতিশীল পরিস্থিতিতে বিরক্ত তিনি।

কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়তে চান। কিন্তু সেটা এখনও সম্ভব হয়নি। তাকে বিক্রির বিষয়ে যথাযথভাবে সমঝোতায় আসতে পারছে না লা প্যারিসিয়ানরা। ওদিকে উসমান ডেম্বেলের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে পিএসজি। তাতেও এমবাপ্পে ধাক্কা সামলে ওঠা সম্ভব হচ্ছে না।

লুইস এনরিকেকে পিএসজির চাকরিতে এনেছিলেন দলটির স্পোর্টিং ডাইরেক্টর লুইস কাম্পোস। তিনিও নাকি পিএসজিতে থাকছেন না। আবার এনরিকের প্রথম দায়িত্ব ছিল এমবাপ্পেকে প্যারিসে ধরে রাখা। সেখানেও তিনি ব্যর্থ। সব মিলিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ায় দায়িত্ব ছাড়তে পারেন তিনি।

তবে ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো পিএসজির মুখপাত্রের বরাত দিয়ে বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তাকে পিএসজির সূত্র বলেছে, ‘এই গুঞ্জনটা এতোটাই হাস্যকর যে পাত্তা দেওয়ার প্রয়োজনই নেই।’ এনরিকের সঙ্গে লুইস কাম্পোসের দায়িত্ব ছাড়ার বিষয়টিও পুরোপুরি ভিত্তিহীন বলা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৩৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com