
খেলা ডেস্ক | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ | প্রিন্ট | 129 বার পঠিত | পড়ুন মিনিটে
১২৩ বছরের পথচলা। দীর্ঘ এই সময়ে সাদা অ্যাওয়ে জার্সিতে একবারই দেখা গেছে বার্সার খেলোয়াড়দের। সেটাও ৪৪ বছর আগে।
এবার আবার রবার্ট লেভানডস্কি-রাফিনিয়াদের পরের মাঠে সাদা জার্সিতে দেখা যাবে। মূলত বার্সার কিংবদন্তি ইয়োহান ক্রুইফের প্রতি সম্মান দেখিয়ে এমন উদ্যোগ নিয়েছে ক্লাবটি।
এক বিবৃতিতে এমনটা জানিয়েছে কাতালানরা। আজ সকাল সাড়ে ৮টায় আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে বার্সা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে তারা। সেখানেই সাদা জার্সিতে দেখা যায় বার্সার খেলোয়াড়দের।
ম্যাচটি অবশ্য বার্সায় ৫-৩ গোলে হেরেছে। প্রথমার্ধে ম্যাচ ২-২ গোলের সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে তিন গোল খেয়ে হেরেছে জাভির দল।
Posted ১১:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
nykagoj.com | Stuff Reporter