রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শফিকের ডাবল সেঞ্চুরি, রান পাহাড় পাকিস্তানের

খেলা ডেস্ক   |   বুধবার, ২৬ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   112 বার পঠিত   |   পড়ুন মিনিটে

শফিকের ডাবল সেঞ্চুরি, রান পাহাড় পাকিস্তানের

স্বাগতিক শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ধসিয়ে বিশাল রান তুলে খেলছে পাকিস্তান। কলম্বো টেস্টে এরই মধ্যে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার আব্দুল্লাহ শফিক। তার ব্যাটে ভর করে তিনশ’ ছোঁয়া লিড দাঁড়িয়েছে পাকিস্তানের।

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৬ রানে অলআউট করে দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৪৫৮ রান তুলেছে সফরকারীরা। পাকিস্তানের লিড বেড়ে দাঁড়িয়েছে ২৯২ রান।

পাকিস্তানের ওপেনার শফিক ৩২৩ বলে ২০০ রান করে খেলছেন। ১৯টি চার ও চারটি ছক্কার শট তুলেছেন তিনি। তার সঙ্গে ক্রিজে থাকা আগা সালমান ৭০ রান করে খেলছেন। এছাড়া সরফরাজ আহমেদ কনকাশন ইনজুরিতে পড়ায় মোহাম্মদ রিজওয়ান ব্যাট করার সুযোগ পাবেন।

মাত্র ১৪ টেস্টের ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরির দেখা পেলেন ২৩ বছর বয়সী ওপেনার শফিক। যার একটি ডাবলে রূপ দিলেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৬, শ্রীলঙ্কার বিপক্ষে ১৬০ রানের ইনিংস আছে তার নামের পাশে।

এর আগে পাকিস্তানের হয়ে শান মাসুদ ৫১ রানের ইনিংস খেলেন। সৌদ শাকিল ৫৭ রান করে আউট হয়েছেন। শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো তিন উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে আবরার চারটি ও নাসিম শাহ নেন তিন উইকেট।

Facebook Comments Box

Posted ১১:২৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ জুলাই ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com