
খেলা ডেস্ক | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ | প্রিন্ট | 145 বার পঠিত | পড়ুন মিনিটে
কারণ আসরের চতুর্থ দিনের তৃতীয় ম্যাচে বুলাওয়ের মুখোমুখি হচ্ছে জুবার্গ। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা বা বাংলাদেশ সময় রাত ১১ টায় ম্যাচটি মাঠে গড়াবে। তাই বাংলাদেশী ক্রিকেট ভক্তদের জন্য দিনটি উপভোগের।
জিম্বাবুয়ের এই লিগে এখনও পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করেছেন মুশফিক। তাছাড়া দলটির তারকা ক্রিকেটারদেরও একজন এই উইকেটকিপার ব্যাটার। ফলে দলকে বড় সংগ্রহ এনে দেয়ার চ্যালেঞ্জ থাকছে এই অভিজ্ঞ ব্যাটারের জন্য।
অন্যদিকে শুরু থেকেই বল হাতে আগুন ঝরাচ্ছেন তাসকিন আহমেদ। এই পেসার প্রথম দিনেই দুই ম্যাচে নিয়েছিলেন ৪ উকেট। যেখানে দ্বিতীয় ম্যাচেই তার শিকার ছিল ৩টি। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৫ উইকেট পেয়েছেন ঢাকা এক্সপ্রেস।
বুলাওয়ে- জুবার্গের লড়াইয়ে অবশ্য কিছুটা হলেও এগিয়ে থাকবে বুলাওয়ে। কারণ ইতোমধ্যেই ৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছেন তাসকিনরা। অন্যদিকে ৪ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান মুশফিকদের।
Posted ১০:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
nykagoj.com | Stuff Reporter